Business Idea: প্রচুর আয়ের সুযোগ! স্টেশনে রেল অনুমোদিত দোকান খুলবেন? জেনে নিন আবেদনের পদ্ধতি

।। প্রথম কলকাতা ।।

Business Idea: এক একটা স্টেশনে ছোট বড় কত দোকান! ট্রেনে যেতে যেতে এ দৃশ্য সবসময়ই আপনার চোখে পড়ে। প্ল্যাটফর্মের কোথাও শুধুই বইয়ের স্টল।কোথাও বিক্রি হচ্ছে, ফলের রস, কোল্ড ড্রিংস, পানীয় জল। কোথাও আবার চা, স্ন্যাকস সহ নানান খাবার। আচ্ছা, আপনারও যদি ব্যস্ত প্ল্যাটফর্মে এমন একটা দোকান থাকতো! তাতে কত আয় হতো ভেবে দেখুন তো! করবেন নাকি দারুন লাভের এই ব্যবসা? ভাবছেন, অনেক টাকার ব্যাপার! না, না। খুব একটা বেশি পুঁজির দরকার নেই। অথচ থাকছে দেদার লাভের সুযোগ। শুধু জানতে হবে কিভাবে এই দোকান আপনি পেতে পারেন। ইচ্ছে হচ্ছে? চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত।

দেশে যাত্রী পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেল। ট্রেনে স্বল্প মূল্যের টিকিটে দীর্ঘ পথ খুব সহজেই অতিক্রম করা যায়। স্বভাবতই দেশ জুড়ে বহু মানুষের নিত্য যাতায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রেল। শুধুমাত্র পরিবহণই কেন, রেলের মাধ্যমে বহু মানুষ জীবিকাও নির্বাহ করে থাকেন, তাই না! রেল প্ল্যাটফর্মগুলিতে ছোট- বড় ব্যবসার মাধ্যমে আয় করে থাকেন বহু মানুষ। রেল স্টেশনগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে নানান পরিষেবা দেওয়া হয়। তাই এটি ব্যবসা শুরুর ক্ষেত্রে খুব ভালো জায়গা। রেল স্টেশনে চা, কফি, খাবার, জলের বোতল, বই, খেলনা বিক্রি করে প্রচুর টাকা আয় করছেন অনেকেই। হবে না ই বা কেন বলুন!প্ল্যাটফর্মগুলিতে তো সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে রাত সবসময়ই মানুষের যাতায়াত চলতে থাকে। তাই রেল স্টেশনে ব্যবসা শুরু করলে লাভবান হতে পারেন আপনিও। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ স্টেশনে স্টোর খুললে আপনি বেশি মুনাফা পাবেন। এখন প্রশ্ন হলো, স্টেশনে কিভাবে দোকান শুরু করবেন।

আপনাকে জানানো যাক, ভারতীয় রেলের পক্ষ থেকে প্ল্যাটফর্মে দোকান খোলার জন্য প্রায়শই টেন্ডার ডাকা হয়। আপনাকে IRCTC-র পোর্টালে গিয়ে দেখতে হবে। আপনি যে ধরনের দোকান খুলতে চান, সেই অনুযায়ী দরপত্র পূরণ করতে পারেন। এর ফলে স্টেশনে পছন্দের দোকান খোলা সহজ হয়ে উঠবে। আপনি বই, চা, খাবার, সংবাদপত্র, জলের বোতল, খেলনা-সহ বিভিন্ন ধরনের দোকান বেছে নিতে পারেন। তবে এজন্য আপনাকে রেল কর্তৃপক্ষকে একটি ফি দিতে হবে।এটি সাধারণত দোকানের অবস্থান এবং আকারের ওপর নির্ভর করে। এই চার্জ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কিভাবে দরপত্রের জন্য আবেদন করবেন?

স্টেশনে দোকান খুলতে গেলে আপনাকে অবশ্যই IRCTC-র ওয়েবসাইটে যেতে হবে। সেখানে কোনও দরপত্র রয়েছে কিনা তা আগে দেখে নিন। দরপত্র থাকলে আপনি রেলের জোনাল অফিসে গিয়েও আবেদন করতে পারেন। রেলের দরপত্রের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ডের কপি দিতে হবে। এরপর রেল কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করবে।রেলের পক্ষ থেকে দেওয়া যোগ্যতা পূরণ করলে আপনাকে টেন্ডার দেওয়া হবে। দরপত্র পেলে আপনি রেল প্ল্যাটফর্মে দোকান খুলতে পারেন।স্টেশনে ব্যবসা চালানোর জন্য আপনার কাছে থাকবে পাঁচ বছর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version