।। প্রথম কলকাতা ।।
Data Transfer: বর্তমানে স্মার্টফোন(Smartphone) মানুষের নিত্য সঙ্গী। যেখানে গুরুত্বপূর্ণ নানান ছবিসহ বিভিন্ন ডকুমেন্টস(Documents) রেখে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে যদি ফোনের ডেটা(Data) হারিয়ে যায় তাহলে মহাসর্বনাশ। বিশেষ করে যখন ফোন পরিবর্তন করা হয়, তখন ডেটা হারানোর ভয় বেশি থাকে। জানেন কি, এমন কিছু ম্যাজিক ট্রিকস(Tricks) রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই পুরনো ফোনের সমস্ত ডেটা নতুন ফোনে নিয়ে রাখতে পারবেন। সামান্য কয়েকটি নিয়ম ফলো করলে ডেটা হারানোর ভয় থাকবে না। অনেকেই নতুন ফোন কিনে একটু ভয়ে থাকেন। ভাবেন হয়ত পুরনো সমস্ত ছবি, ভিডিও আর ফিরে পাবেন না। যদিও বিষয়টি একেবারেই চিন্তার নয়। খুব সহজেই আপনি ডেটা উদ্ধার করতে পারবেন। সেক্ষেত্রে অনেক সহজ পদ্ধতি রয়েছে।
(১)প্রথমে খেয়াল করুন ফোন এনএফসি(near field communication) সাপোর্ট কিনা। যদি নতুন এবং পুরনো ফোন দুটোই এই ফিচারসে সাপোর্টেড হয়, তাহলে চিন্তা নেই। এই প্রযুক্তি ব্যবহার করে আপনি খুব সহজেই পুরনো ফোনের তথ্য নতুন ফোনে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য দুটো ফোন একসঙ্গে ধরে রাখতে হবে। পাশাপাশি ফোনে আসবে বিশেষ কিছু ইন্সট্রাকশন, যা ফলো করলেই পুরনো ডেটা ফিরে পাবেন নতুন ফোনে। তবে এই পদ্ধতিতে বড় ফাইলগুলো পাঠানোর ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে।
(২)Google Play Store খুলে একগুচ্ছ ডেটা ট্রান্সফারের অ্যাপ পেয়ে যাবেন। ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন থার্ড পার্টির অ্যাপ। আপনি কোন অ্যাপ ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার করছেন সেই সম্পর্কে একটু যাচাই করে নেবেন।
(৩)এক্ষেত্রে সবথেকে ভালো উপায় হল অ্যান্ড্রয়েড (Android) ফোনের ব্যাকআপ করে রাখা। যখনই ফোনে নতুন ভিডিও বা ছবি রাখবেন তা মুহূর্তে আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে যাবে। এর জন্য প্রথমে সেটিংয়ে গিয়ে সিস্টেম অপশনে ব্যাকআপ অপশন টিকে অন করতে হবে। যদি অটোমেটিক অপশন অন থাকে তাহলে প্রতিদিন একটু একটু করে ব্যাক আপ হতে থাকবে। আর যদি দ্রুত ব্যাক আপ চান তাহলে বিষয়টি একটু সময় সাপেক্ষ।
(৪)ডেটা ট্রান্সফারের আরেকটি অন্যতম সহজ উপায় হল ইউএসবি (USB) ব্যবহার। তার জন্য বাড়িতে থাকতে হবে একটি ল্যাপটপ কিংবা কম্পিউটার। আপনি ইউএসবির মাধ্যমে পুরনো ফোনের সমস্ত ডেটা খুব সহজেই সেখানেই ট্রান্সফার করে নিতে পারেন। বড় বড় ফাইলগুলি ট্রান্সফার করার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না।
(৫)পুরনো ফোনের ব্যাকআপ শেষ হলে তবেই নতুন ফোন সেট আপ করবেন। তাই ফোন এক্সচেঞ্জ করলে অবশ্যই ব্যাকআপ করে রাখুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম