L’Oreal: লরিয়ালের প্রোডাক্টে ক্যানসারের বিষ! কোম্পানির বিরুদ্ধে একাধিক মামলা

।। প্রথম কলকাতা ।।

L’Oreal: চুলের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল (L’Oreal) কোম্পানি নামের বহু আগে মামলা দায়ের করেছিলেন এক মার্কিন মহিলা। অভিযোগ ছিল কেমিক্যাল হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট ক্যানসারের কারণ। জেনি মিশেল নামক ওই মার্কিন মহিলা লরিয়াল (L’Oreal) এর ইউএসএ কোম্পানির বিক্রিত কেমিক্যাল হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট ব্যবহার করেছিলেন। তার অভিযোগ অনুযায়ী, তার ফলে তিনি জরায়ু ক্যানসারে (Cancer) আক্রান্ত হন।

গত বছরের সেই মামলার জলঘোলা নতুন করে আবার শুরু হল। ‘অমর উজালা’ র তথ্য অনুযায়ী, কসমেটিক কোম্পানি লরিয়ালের বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। শিকাগোর একটি ফেডারেল আদালতে দাবি করা হয়েছে, লরিয়াল এবং অন্যান্য কসমেটিক কোম্পানি চুল সোজা ও নরম করতে অনেক ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে। এই ধরনের পণ্য ক্যানসার এবং অন্যান্য রোগের ঝুঁকি তৈরি করে।

মামলাগুলির দাবি অনুযায়ী, প্রসাধনী সংস্থাগুলি এই পণ্যগুলিতে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিকগুলির ক্ষতি সম্পর্কে জানত, কিন্তু তার সত্ত্বেও নির্দ্বিধায় সেগুলি বিক্রি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক মেরি রোল্যান্ড কসমেটিক কোম্পানিগুলোর ব্যবহৃত রাসায়নিকের তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত সংস্থাগুলির মধ্যে রয়েছে ল’ওরিয়াল এসএ-র মার্কিন সহযোগী সংস্থা, ভারত-ভিত্তিক সংস্থাগুলি গোদরেজ সোন হোল্ডিংস ইনকর্পোরেটেড এবং ডাবর ইন্টারন্যাশনাল লিমিটেড। সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে লরিয়াল আত্মপক্ষ সমর্থন করে বলেছে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এই কোম্পানির পণ্যে কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয় না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version