পুজোর আগে পার্লারে লম্বা লাইন! বাড়িতেই করুন হেয়ার স্পা, কিভাবে?

।। প্রথম কলকাতা ।।

পুজোর আগে চুলে স্পা করা চাই ই চাই। কিন্তু এখন এখন পার্লার মানেই লম্বা লাইন। তাছাড়া সেখানে খরচও হয় মোটা টাকা। তার বদলে বাড়িতেই যদি করে নেন পার্লারের মতো স্পা। তাহলে তো দারুন হয়, তাই না? বাড়িতেই কিভাবে হেয়ার স্পা করবেন? চলুন দেখে নেওয়া যাক। গরম এবং দূষণে ভীষণ ভাবে ক্ষতি হয় চুলের। চুল রুক্ষ্ম হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, খসখসে হয়ে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা যায়। রোজ চুলে তেল দিয়ে বেরনোও সম্ভব নয়। প্রয়োজনে শ্যাম্পু করতেই হয়। রোজ শ্যাম্পু করলেও আবার চুল রুক্ষ্ম হয়ে যায়।তাছাড়া রোজ হেয়ার স্টাইল, হেয়ার ওয়াশের জন্য অনেক সময় নষ্ট হয়। সেই সময়টা প্রায় জনের কাছে থাকে না।চুলে স্রেফ বেনি বেঁধে স্টাইলিং এখন আর প্রায় কেউ করে না বললেই চলে। এখন স্ট্রেটনিং এর যুগ। কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং এসব চলতেই থাকে।এই সব কেমিক্যাল আবার চুলের জন্য একেবারেই ভাল নয়। তার চেয়ে বাড়িতেই করুন হেয়ার স্পা।

যেদিন স্পা করবেন তার আগে চুলে ভাল করে তেল মালিশ করে রাখুন। ২ ঘন্টা রেখে ভাল করে শ্যাম্পু করে নিতে হবে। অ্যাপেল সাইডার ভিনিগার আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিয়েও চুলে লাগাতে পারেন। তা ১ ঘন্টা চুলে রেখে তারপর ভাল করে ধুয়ে নিন। চুলে যদি কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন তাহলে খুব ভাল কাজ হবে। এই তেল লাগানোর পর চুলে শ্যাম্পু করে নিন। এবার চুল ভাল করে মুছে লাগিয়ে নিন প্যাক। সেই প্যাক কিভাবে করবেন জানুন।

ফ্যান সহ ভাত, ১ চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ নারকেল তেল আর এক চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। ফ্যান ও ভাত ব্লেন্ডারে ভাল করে পেস্ট করে নিন।এবার তার সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে স্পা এর জন্য ক্রিম বানিয়ে নিন।

এছাড়া অন্যভাবেও স্পা ক্রিম তৈরি করা যায়। অ্যালোভেরা জেল, টকদই, গ্লিসারিন ১ চামচ, মধু, নারকেল তেল, মেয়োনিজ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তা দিয়ে বাড়িতেই সারুন হেয়ার স্পা।

আর একটি পদ্ধতি জেনে নেওয়া যাক। প্রথমে চুলে শ্যাম্পু করে জল ঝরিয়ে নিয়ে মাসাজ অয়েল নিন। এক্ষেত্রে নারকেল তেল কিংবা আমন্ড অয়েল নিয়ে ভালো করে স্ক্যাল্প মাসাজ করুন। এবার ১৫ মিনিট গরম ভেজা তোয়ালে চুলে জড়িয়ে রেখে খুলে ফেলুন। ডিমের সাদা অংশ, অলিভ অয়েল, টক দই দিয়ে এই মাস্ক তৈরি করে ফেলুন। তারপর তা চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version