Instragram New Update: ইনস্টাগ্রামে বন্ধ হবে লাইভ শপিংয়ের সুবিধা! মন খারাপ বহু ব্যবহারকারীর

। প্রথম কলকাতা ।।

Instragram New Update: বর্তমানে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনায়াসে শপিং সেরে ফেলা যায়। ইনস্টাগ্রামেও (Instragram) রয়েছে লাইভ শপিংয়ের সুবিধা। মেটা (Meta) নিজের খরচ বাঁচাতে ফেসবুক (Facebook) থেকে গত বছর লাইভ শপিংয়ের সুবিধা সরিয়ে দিয়েছে। এবার একই অসুবিধার মুখে পড়তে চলেছে ইনস্টাগ্রামও। ইনস্টাগ্রামে লেটেস্ট আপডেট অনুযায়ী, এই প্ল্যাটফর্মে আর লাইভ শপিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

হঠাৎ কেন এই পরিবর্তন, এই নিয়ে উঠছেন নানান প্রশ্ন। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে পরিষ্কার করে মেটা কিছু জানাইনি। অনেকে মনে করছেন, করোনার পর থেকে গোটা বিশ্ব মন্দার সম্মুখীন হয়েছে। বহু সংস্থা এখন কর্মী ছাঁটায়ে ব্যস্ত। মূলত সংস্থা তার খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। লাইভ শপিংয়ের জন্য ইনস্টাগ্রামের হোমস্ক্রিনে একটি ডেডিকেটেড ট্যাব ছিল, সেটিও সরিয়ে নেওয়া হবে।

মেটা সংস্থা ইনস্টাগ্রামের সাপোর্ট পেজে জানিয়েছে, ২০২৩ এর ১৬ই মার্চ থেকে কোন পণ্য ইনস্টাগ্রামের (Instagram) লাইভ ব্রডকাস্টে (Live Broadcast) ট্যাগ করা যাবে না। তাই যারা ইনস্টাগ্রামে পণ্য কেনা বেচার এই অপশন ব্যবহার করতেন তারা সমস্যায় পড়তে চলেছেন। তবে আগের মতোই উদ্যোগপতিরা ইনস্টাগ্রামের মাধ্যমে দোকান চালাতে পারবেন। মেটা এক্ষেত্রে যুক্তি দিয়েছে, ব্যবহারকারীরা যাতে ফিড, স্টোরি, রিলের মতো জায়গাগুলিতে আরো ভালো অভিজ্ঞতা অর্জন করে তাই এমন পদক্ষেপ। মোটামুটি লাইভ ব্রডকাস্টের ক্ষেত্রে আগে যা যা করা যেত সবকিছুই করা যাবে। শুধুমাত্র শপিংয়ের ক্ষেত্রে বদল আনা হয়েছে। ১৬ই মার্চের পর কোন সংস্থা বা বিক্রেতা পণ্য বিক্রির ক্ষেত্রে লাইভ ব্রডকাস্ট করতে পারবেন না।

বর্তমানে সরাসরি দোকানে গিয়ে কেনাকাটি করার পরিবর্তে অনলাইনে বিক্রি বেশি হয়। ঘরে বসেই গ্রাহক মন পছন্দের জিনিস অর্ডার করতে পারেন। অনেকেই আছেন যারা ইনস্টাগ্রামকে পণ্যের মার্কেটিং এবং বিক্রির কাজে লাগান। তাদের জন্য ইনস্টাগ্রামের লাইভ শপিং বন্ধের সংবাদ খুব একটা আনন্দদায়ক হবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version