Lipstick: লিপস্টিক লাগালেই ঠোঁট ফেটে যায়? ফলো করুণ এই টিপস!

।। প্রথম কলকাতা ।।

Lipstick: একটানা লিপস্টিক লাগিয়ে রাখলেই ঠোঁট ফেটে যায়? পুজোয় প্যান্ডেলে যদি এই অবস্থা হয়, তাহলে কি করবেন? ভেবেছেন কিছু? আগে থেকেই সতর্ক হন! মেনে চলুন কয়েকটা টিপস। সুন্দর কোমল থাকবে আপনার ঠোঁট, যত খুশি লিপস্টিক লাগাতে পারেন। শীতকালে ঠোঁট ফাটার সমস্যা কমবেশি সকলেই হয়। তবে অনেকের ক্ষেত্রে এমনও হয় যে আবহাওয়ার পরিবর্তন ছাড়াই তাঁদের ঠোঁট শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। আবার নিয়মিত লিপস্টিক লাগানোর পর প্রায়ই ঠোঁট ফেটে যায় অনেকেরই। নিম্নমানের লিপস্টিক ব্যবহার করলে এমন সমস্যা হতেই পারে।তবে দামি ম্যাট লিপস্টিক লাগালেও ঠোঁট ফেটে যায়।এমন সমস্যারও ভুক্তভোগী হন অনেকে।

ম্যাট লিপস্টিকে মোম, রঙের পরিমাণ বেশি থাকে এবং তেলের মাত্রা কম হয়, ফলে এটি দীর্ঘস্থায়ী হয়। তেল কম থাকায় অনেক সময় ঠোঁট শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে কি করবেন? ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে লিপ বাম লাগিয়ে নিতে ভুলবেন না। লিপ বাম লাগালে ঠোঁটের ত্বক আর্দ্র থাকে এবং লিপস্টিক ব্যবহার করলে আমাদের ঠোঁট ফাটে না বরং উজ্জ্বলও থাকে।

ঠোঁটের ত্বকের সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত, কারণ এটি খুব নরম জায়গা। তাই ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি। ঠোঁটে আর্গান অয়েল বা নারকেল তেল লাগাতে পারেন।

এ ছাড়াও ঠোঁটের যত্ন নিতে সপ্তাহে দু’ থেকে তিন বার স্ক্রাব করতে ভুলবেন না। নারকেল তেল, ব্রাউন সুগার এবং মধু মিশিয়ে সেই স্ক্রাব তৈরি করতে পারেন। ব্রাউন সুগারের বদলে কফিও ব্যবহার করতে পারেন। আর স্ক্র্যাব করার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন।

আর চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির লিপস্টিক বা লিপগ্লোস ব্যাবহার করতে। লিপস্টিকের গুণমান খারাপ হলে ঠোঁটের অনেক বেশি ক্ষতি হয়।

পুজোর আগে কয়েক দিন একটু বাড়তি যত্ন নিন ঠোঁটের। ফলো করুণ কয়েকটি ঘরোয়া টিপস।

রাতে ঘুমোতে যাওয়ার আগে অল্প লেবুর রস আর মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁট নরম হবে।

আবার, গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগালেও দারুণ উপকার মিলবে। ঘুমানোর আগে, সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগান। খুব শীঘ্রই সুফল দেখতে পাবেন।

এছাড়াও সব সময় ঠোঁট কে হাইড্রোটেড রাখুন। ঠোঁট শুষ্ক হলেই ঘি, নারকেল তেল, মধু বা দুধের সর লাগাতে পারেন। ব্যাশ কয়েকটা দিন এভাবেই ঠোঁটের একটু যত্ন নিন। তাহলে এবার পুজোয় যত খুশি লিপস্টিক লাগাতে পারবেন। আপনার ঠোঁট থাকবে একদম কোমল মসৃণ আর সুন্দর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version