Recycling Plastic: প্লাস্টিক থেকে জ্বলবে আলো, নয়া উদ্যোগ রাজ্যের!

।। প্রথম কলকাতা ।।

Recycling Plastic: প্লাস্টিক থেকেই জ্বলবে আলো! ভাবতে একটু বিস্ময়কর হলেও এই কাজে তৎপর বাংলা। প্লাস্টিক যে পরিবেশের জন্য কতটা মারাত্মক তা বলার অপেক্ষা রাখে না। একটা গোটা সভ্যতাকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে প্লাস্টিক। প্লাস্টিককে পুনর্ব্যবহারের ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। রাজ্য প্লাস্টিকের সমস্যায় বেশ নাকাল। তাই সেই সমস্যা মেটাতে এবার বিশেষ উদ্যোগ নিল কেএমডিএ (KMDA)। প্লাস্টিক দিয়ে যাতে রাস্তার আলো জ্বালানো যায়, সেই বিষয়ে এবার সমীক্ষা হবে।

‘এই সময়’ এর সূত্র অনুযায়ী, প্লাস্টিক থেকে আর দূষণ নয়, এবার উৎপাদন হবে বিদ্যুৎ, সেই প্রচেষ্টায় বাংলা। এই উদ্দেশ্যে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা উন্নয়ন পর্ষদ। হায়দ্রাবাদের একটি সংস্থাকে দিয়ে এই সমীক্ষা করানো হবে। এই সংস্থা কলকাতা, হাওড়া, বিধাননগর, দক্ষিণ দমদম, কামারহাটি, বালি প্রভৃতি এলাকাগুলিতে কি কি ধরনের প্লাস্টিক ব্যবহার হয়, তার পরিমাণ কত এবং সেই প্লাস্টিক পুনরায় ব্যবহার করে কোন কাজে লাগানো যাবে, সেই বিষয়ে খতিয়ে দেখবে। তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুনেতে দেখা গিয়েছে প্লাস্টিকের পুনরায় ব্যবহার করে টি শার্ট তৈরি হচ্ছে, রাস্তায় আলো জ্বলছে। এর ফলে পরিবেশ দূষণ কম হচ্ছে, বিদ্যুতের বিল কমছে, আবার সরকারের ভাঁড়ারে জমা পড়ছে মোট টাকা। যদিও প্লাস্টিক পুনর্ব্যবহারের ক্ষেত্রে কলকাতা পিছিয়ে নেই। এর আগেও প্লাস্টিক থেকে বায়োগ্যাস, সার তৈরির প্রকল্প চালু করা হয়েছে। প্লাস্টিকের প্যাকেট পুনরায় রাস্তা তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিক বোতল দিয়ে তৈরি হতে পারে টি-শার্ট। রাজ্যের বহু প্লাস্টিক চলে যায় বিহারের সিমেন্ট কারখানা কিংবা ছত্তিশগড়ে। রাজ্যের সে ভাবে আয় হয় না। তাই বাংলা চাইছে প্লাস্টিককে পুনর্ব্যবহার করে যাতে বিদ্যুতের বিল সাশ্রয় করা যায়। পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version