ঘরে বসেই এক্সপ্লোর করুন KTM 890 Adventure R, জেনে নিন বাইকের খুঁটিনাটি

KTM 890 Adventure R: গতকল গোয়াতে শুরু হয়েছে ইন্ডিয়া বাইক উইক ২০২২ (India Bike Week 2022)। আর এই অনুষ্ঠানে প্রদর্শিত হল মিলেনিয়ালদের প্রিয় বাইক KTM এর নতুন মডেল 890 Adventure R।

।। প্রথম কলকাতা ।।

এদিন ইন্ডিয়া বাইক ২০২২ অনুষ্ঠানে KTM 890 Adventure ছাড়াও প্রদর্শিত হয়েছে KTM 1290 Super Duke R এবং BMW S 1000 RR এর মতো সুপার বাইক। যদি 890 Adventure R এর কথা বলি তাহলে এতে রয়েছে ভার্টিকাল LED হেডল্যাম্প, উঁচু উইন্ডস্ক্রিন। রাইডারদের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে হ্যান্ডেলবার গার্ড এবং বেলি প্যান। এই বাইকটি মূলত এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে রুক্ষ রাস্তাগুলি মোকাবিলা করতে পারে।

 

এই মডেলটিতে ইঞ্জিন রয়েছে 889 সিসি সমান্তরাল-টুইন ইঞ্জিন যা 104 bhp এবং 100 Nm টর্ক তৈরি করে। ইঞ্জিনটির সাথে একটি 6 স্পীড গিয়ারবক্স অন্তর্ভুক্ত। সাসপেশন ডিউটির ক্ষেত্রে একটি স্টিলের টিউব ফ্রেমে অবস্থিত WP USD ফর্ক এবং পিছনে রিবাউন্ড সামঞ্জস্য সহ একটি WP মনোশক বিরাজমান।

 

আরও পড়ুন : ওজন কমিয়ে তাক লাগিয়ে দিল 2023 TVS Apache RTR স্পেশাল এডিশন, বাইকের ফিচার্স ও দাম

 

ফিচার্স এর ক্ষেত্রে যেটা না বললে নয়, তা হল এটির ABS (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম) স্যুইচ অপশন। ৱ্যালি মোডে চালানোর সময় রুক্ষ জমি শনাক্ত করলেই এই বাইক স্বয়ংক্রিয় ভাবে কর্নারিং ABS থেকে অফ-রোড ABS এ স্থানান্তরিত হয়ে যায়। এটি নিয়ন্ত্রণ করার জন্য একটি TFT স্ক্রিন রয়েছে যেখানে ABS ছাড়াও ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড এবং অন্যান্য ফিচার অ্যাক্সেস করা যাবে।

 

 

এই মডেলটিতে একটি আপডেটেড ইন্সট্রুমেন্ট কনসোলও রয়েছে যা স্মার্টফোন সংযোগের (Smartphone Connectivity) সুবিধা প্রদান করে। আর আগের চেয়ে অনেক বেশি নতুন বৈশিষ্ট্যও যোগ হয়েছে। তবে বাইকটি ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ভারতীয় বাজারে KTM 890 Adventure R লঞ্চ হলে এটি কঠিন লড়াই দেবে Triumph Tiger 900, Ducati Multistrada V2 এর মতো প্রিমিয়াম মোটরসাইকেলগুলিকে।

Exit mobile version