Bike Care: রোদে বাইক রেখে দিয়েছেন! ভয়াবহ বিস্ফোরণে চলে যাবে প্রাণ

।। প্রথম কলকাতা ।।

Bike Care: তীব্র গরমে দুপুরের ঝাঁ ঝাঁ রোদে বাইক রেখে দিয়েছেন! যে কোন মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। চোখের সামনে নিমেষে পুড়ে ছাই হয়ে যাবে আপনার শখের গাড়ি কিংবা প্রাণও চলে যেতে পারে । আপনার সামান্য ভুলে মৃত্যু নিঃশ্বাস ফেলবে ঘাড়ের কাছে। সম্প্রতি ফেসবুকে পুরোনো একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে, যা দেখে আঁতকে উঠছে সাধারণ মানুষ। গরমের রোদে দাঁড় করানো ছিল বাইক। প্রচুর জল ঢালা হচ্ছিল। কিন্তু শেষমেষ পরিস্থিতি সামলানো যায়নি। গাড়ির ট্যাংকে নিমেষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আগুন লেগে যায় কয়েকজনের গায়ে। এই গরমে একটু সাবধান। জ্বালানি ট্যাংকের তেল কখনোই কানায় কানায় ভরবেন না। নিজের শখের গাড়ি আর প্রাণ বাঁচাতে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলুন।

প্রচণ্ড গরমে গাড়ির ট্যাংকে থাকা তেল আয়তনে বেড়ে গিয়ে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। আপনি যদি গাড়ির কাছাকাছি থাকেন তাহলে তো কোন বিপদ অপেক্ষা করছে বুঝতেই পারছেন। বিষয়টিকে একেবারে গুজব বলে উড়িয়ে দেবেন না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল মোটরবাইকে ব্যবহৃত জ্বালানির সেল্ফ ইগনিশন বা অটো ইগনিশন তাপমাত্রা। এটি এমন এক পর্যায়ের তাপমাত্রা যেখানে কোনো জ্বালানি তরল থেকে বাষ্পে পরিণত হয় এবং বাইরের কোন শক্তি ছাড়াই নিজে নিজে জ্বলে ওঠে। স্বাধীনতা মোটরবাইকে অকটেন বা পেট্রোল কিংবা ডিজেল ব্যবহার করা হয়। পেট্রোলের অটো ইগনিশন তাপমাত্রা ২৪৬°, আর ডিজেলের ২১০° সেলসিয়াস। এই গরমে গাড়ির ট্যাংকের সর্বোচ্চ পরিমাণে তেল ভরবেন না। রাজ্য জুড়ে যেভাবে প্রবল গরম দাপট চালাচ্ছে সেই কড়া দাবদাহে মানুষ তো অবশ্যই নাজেহাল পাশাপাশি চারিদিকে ওত পেতে রয়েছে বিপদ। গরমে কখনোই গাড়ি কিংবা বাইকের ট্যাংক কানায় কানায় ভর্তি করা উচিত নয়। ট্যাংকের কিছুটা অংশ বাতাসের জন্য ছেড়ে রাখতে হবে। আপনি যদি ট্যাংক সর্বোচ্চ স্তরে কিংবা সম্পূর্ণ ভরেন তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা নেই। কিন্তু আপনার গাড়ির ব্যবহারের উপর মারাত্মক বিপদ নির্ভর করছে। সাধারণত অটোমোবাইল সংস্থাগুলি গাড়ি ভেদে আলাদা আলাদা পরিমাণের ফুয়েল ট্যাংক দিয়ে রাখে। অনেকেই বারবার তেল ভরার ঝক্কি থেকে মুক্তি পেতে একেবারে জ্বালানি ট্যাংক ভরে নেন। সম্প্রতি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী, বেশিরভাগ মানুষই তাদের ব্যবহৃত গাড়ির ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি সম্পর্কিত সঠিক তথ্য জানেন না। পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন লিগাল মেট্রোলজি ডিভিশনের কাছে একটি তথ্য পেশ করে। যেখানে বলে দুই চাকা কিংবা চার চাকার সার্ভিস ম্যানুয়াল গুলিতে ভুল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির উল্লেখ রয়েছে। যে তথ্য দেওয়া আছে তা প্রকৃত আয়তনের থেকে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কম। যার কারণে গাড়িচালক গাড়ি চালানোর সঙ্গে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি গাড়ির জ্বালানি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভরেন তাহলে লিক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি একটু ফাঁকা রাখেন তাহলে ওই ফাঁকা জায়গাটি ভলিউম প্রসারনের ক্ষেত্রে অস্থায়ী জৈব যৌগগুলোকে লিক থেকে আটকায়। জ্বালানি অপরিষ্কার হলে হাইড্রোকার্বন দূষণের পরিমাণও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে গাড়িতে জ্বালানি সম্পূর্ণভাবে ভর্তি করলে লিক হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।

বাঁচতে কী করবেন?

মূলত ভূগর্ভস্থ যে ট্যাংগুলি রয়েছে বায়ুমণ্ডলের তুলনায় সেগুলির তাপমাত্রা পেট্রোল পাম্পে অনেক কম থাকে। যখনই তাপমাত্রা বৃদ্ধি পায় তখন সেই জ্বালানি প্রসারিত হতে শুরু করে। যার কারণ একটু ভুলে নেমে আসতে পারে ভয়াবহ বিপদ। আসলে পেট্রোলের বাষ্প তৈরির জন্য কিছুটা জায়গার প্রয়োজন। যদি প্রসারিত হওয়ার জন্য পর্যাপ্ত জায়গার না দেন তাহলে গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা ব্যাহত হবে। তাই কেন্দ্রীয় মন্ত্রক অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে অনুরোধ করেছে, যাতে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কানায় কানায় তেল দিয়ে ভর্তি না করা হয়।

গ্রীষ্মকালে যদি বাইক স্কুটি চালান তাহলে একটু বাড়তি নজর দিন। বিশেষ করে তার কয়েকটি পার্টস যেমন টায়ার এবং ফুয়েল ট্যাঙ্ক। আপনার প্রিয় মোটরসাইকেলটি ঠিক কোথায় পার্ক করবেন সেদিকে খেয়াল রাখুন। এই প্রচণ্ড গরমে তীব্র রোদের তেজও বেশি। তাই ইচ্ছামত স্থানে তীব্র রোদে বাইক ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন না। গাড়ি রাখুন ঠান্ডা জায়গায়, যেখানে রোদের আলো কম কিংবা ছায়া রয়েছে। শুধুমাত্র আপনার গাড়ির যত্নের অভাবে কিংবা ছোট ছোট সমস্যাগুলো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। হুট করে আগুন লেগে যেতে পারে ইঞ্জিনে। মাঝে মাঝে মেকানিকের পরামর্শ নিয়ে গাড়িটি চেক করিয়ে নিন। গাড়ির ছোটখাটো সমস্যা গুলো কেউ অবশ্যই গুরুত্ব দিন। অনেক সময় ইঞ্জিনে চলন্ত অবস্থায় আগুন লেগে যায়। গাড়ি পুরনো হোক কিংবা নতুন, যত্নের ব্যাপারে বিন্দুমাত্র অবহেলা করলে হবে না। মাঝে মাঝে মেকানিককে দেখিয়ে নেবেন, যাতে গাড়ির কুলিং সিস্টেম ভালোভাবে কাজ করে,m কুল্যান্ট এক ধরনের তরল যা বাইকের ইঞ্জিনে তাপের ভারসাম্য বজায় রাখে। গরমে তীব্র দাবদাহ থেকে বাইকে সুরক্ষা দেয়। এটি অ্যান্টিফ্রিজ এবং জলে মিশ্রণে তৈরি। এছাড়াও খেয়াল রাখবেন আপনার গাড়ির ইঞ্জিন যেন পরিষ্কার থাকে। যদি দেখেন ইঞ্জিনেরআশেপাশে ধুলোবালি বা ময়লা জমে রয়েছে তাহলে তা পরিষ্কার করে নিন। গাড়ি চালানোর সময়।ইঞ্জিনের কাছাকাছি ময়লা জমে থাকলে খুব দ্রুত প্রচণ্ড গরম হয়ে যায়। বিশেষ করে গরমকালের যখন জ্বালানি ট্যাঙ্ক অর্ধেক কিংবা চার ভাগের তিন ভাগ ভরবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version