Amazon Layoffs: ছাঁটাই শুরু অ্যামাজনে, চাকরি হারাবেন ভারতে হাজার হাজার মানুষ!

।। প্রথম কলকাতা ।।

Amazon Layoffs: ভারতে চাকরির জগতে বড়সড় প্রভাব পড়তে চলেছে। কারণ শুরু হয়ে গেছে অ্যামাজন (Amazon) কর্মী ছাঁটাই। ইতিমধ্যেই চাকরিচ্যুত কর্মীদের অ্যামাজনের তরফ থেকে একটি ইমেইল (Email) পাঠানো হয়েছে। চাকরির বিষয়ে যে কোন তথ্যের আরও স্পষ্টতা পেতে কর্মচারীদের নির্ধারিত তারিখে লিডারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মূলত অর্থনৈতিক মন্দার কারণেই অ্যামাজন এমন সিদ্ধান্ত নিয়েছে।

অ্যামাজনের সিইও ঘোষণা করেছেন, প্রায় ১৮ হাজারের বেশি কর্মচারীকে ছাঁটাই করা হবে। যার মধ্যে বহু কর্মচারী ভারতের। ভারতের প্রযুক্তি, মানবসম্পদ এবং অন্যান্য কিছু বিভাগ থেকে কর্মরত প্রায় এক হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। তবে সংস্থা ১৮ই জানুয়ারির পর ক্ষতিগ্রস্ত কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করবে।

অ্যামাজনে ছাঁটাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন কর্মচারী টুইটার, লিঙ্কডইন-এর মতো সোশ্যাল মিডিয়া (Social media) প্ল্যাটফর্মে সেই তথ্য শেয়ার করেছেন। জানিয়েছেন তারা আপাতত নতুন কাজের জন্য প্রস্তুত এবং অন্য সুযোগ খুঁজতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই বেঙ্গালুরু, গুরুগ্রাম এবং অন্যান্য অফিসে কর্মরত বহু কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। অ্যামাজনের যে বিভাগগুলিতে বহুদিন ধরে লোকসান হচ্ছিল সেখানে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের সংখ্যা বেশি। ছাঁটাই কর্মীদের মধ্যে ফ্রেশার এবং অভিজ্ঞ কর্মচারী উভয়ই রয়েছে। যদিও সংস্থাটি কর্মীদের পাঁচ মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে টুইটারের (Twitter) মালিক ইলন মাস্ক (Elon Musk) কর্মীদের বরখাস্ত করলেও তাদের বেতন দেননি। এই সংস্থার কর্মীরা বরখাস্তের ইমেইল পেলেও বেতন কাঠামো নিয়ে খুব একটা সন্তুষ্ট নন। অ্যামাজনের ছাঁটাই শুরু হয়েছে এবং তার কয়েক সপ্তাহ স্থায়ী হবে।

মূলত করোনা ভাইরাস মহামারী (Coronavirus Pandemic) চলাকালীন বহু নিয়োগ করা হয়েছিল। আর এখন হাজার হাজার কর্মচারীকে আগামী সপ্তাহের মধ্যেই ছাঁটাই করা হবে। সংস্থা অনিশ্চিত অর্থনীতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক বছরের তুলনায় করোনা কালে এই সংস্থার দ্রুত লোক নিয়োগ করেছিল। যারা চাকরি হারাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ অ্যামাজন স্টোর এবং পিএক্সটি সংস্থার অন্তর্গত। অ্যামাজন সমস্ত ক্ষতিগ্রস্ত কর্মচারীদের পাঁচ মাসের বেতন, স্বাস্থ্য সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version