Keshub Mahindra: প্রয়াত ধনকুবের শিল্পপতি কেশব মাহিন্দ্রা, কর্পোরেট বিশ্বে শোকের ছায়া

।। প্রথম কলকাতা ।।

Keshub Mahindra: প্রয়াত শিল্পপতি কেশব মাহিন্দ্রা (Keshub Mahindra)। ধনকুবেরদের প্রথম সারিতে ছিলেন মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা। বয়স হয়েছিল প্রায় ৯৯ বছর। ২০২৩ সালের ফোর্বস প্রকাশিত ভারতীয় ধনকুবেরদের তালিকায় তাঁর নাম ছিল। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশনের চেয়ারম্যান পবন গোয়েঙ্কা বুধবার সকালে টুইট বার্তায় কেশব মাহিন্দ্রার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রার বয়স হয়েছিল ৯৯ বছর। বুধবার সকালে তার মৃত্যুর খবর আসে। এই সংবাদে কর্পোরেট বিশ্বে দেখা দিয়েছে শোকের ছায়া। কেশব মাহিন্দ্রা সুপরিচিত ব্যবসায়ী এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার কাকা। সম্প্রতি ফোর্বসের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। ফোর্বস ২০২৩-এ, তিনি ১৬ জন নতুন ধনী শিল্পপতির তালিকায় স্থান পেয়েছেন। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কেশব মাহিন্দ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৬৩ থেকে ২০১২ সাল পর্যন্ত, তিনি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত ছিলেন। এটি দেশের অন্যতম বৃহত্তম অটো কোম্পানি। ৪৮ বছর কোম্পানির দায়িত্ব নেওয়ার পর, তিনি তাঁর ভাইপো আনন্দ মাহিন্দ্রার কাছে কোম্পানির দায়িত্ব হস্তান্তর করেন। তাঁর সময়ে, কোম্পানিটিকে উৎপাদন থেকে আইটি, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা এবং সেবা খাত প্রসারিত করেছিলেন।

কেশব মাহিন্দ্রার জন্ম ১৯২৩ সালের ৯ অক্টোবর সিমলায়। তিনি পেনসিলভানিয়া ইউনিভার্সিটির ওয়ার্টন থেকে স্নাতক হন। তিনি মাহিন্দ্রার সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন। এছাড়াও তিনি SAIL, Tata Steel, Tata Chemicals, Indian Hotels, IFC এবং ICICI-এর মতো বড় কোম্পানির বোর্ডে ছিলেন। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রধানমন্ত্রীর কাউন্সিলের সদস্য ছিলেন। তাঁর জীবন ছিল সারল্যে ভরপুর। তিনি দান করতে কখনও পিছপা হননি। ফোর্বস বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী, কেশব মাহিন্দ্রার মোট সম্পদ ১.২ বিলিয়ন ডলার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version