।। প্রথম কলকাতা।।
Mizoram CM Oath Ceremony: মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শুক্রবার শপথ নিলেন জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালডুহোমা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্বে একটা সময়ে ছিলেন তিনি। তিনি ছাড়াও মন্ত্রী পদে শপথ নিয়েছেন মিজোরামের ১১ জন জোরাম পিপলস মুভমেন্টের নেতা। শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মিজোরামের রাজধানী আইজলের রাজভবনে। রাজ্যপাল হরিবাবু কম্ভামপতি এদিন শপথবাক্য পাঠ করান। লালডু হোমার পার্টি মিজোরাম বিধানসভা ভোটে বিজেপি-কংগ্রেসকে ছাপিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও। মিজোরামের নির্বাচনের ফলাফলের পর দেখা গিয়েছে পূর্ব মিজোরামের প্রায় গোটাটাই দখল করেছে জোরাম পিপলস মুভমেন্ট। অন্যদিকে, এমএনএফ পশ্চিম মিজোরামের প্রায় পুরোটাই দখল করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে জেডপিএম মিজোরামে তৈরি হয় ছ’টি ছোট আঞ্চলিক দল এবং সুশীল সমাজ গোষ্ঠীর একটি জোট হিসেবে একটি অ-কংগ্রেসি এবং অ-এমএনএফ রাজনৈতিক বিকল্প হিসেবে। এই জোট প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে শাসনে দুর্নীতি মোকাবিলার। জোটের দলগুলোর অন্যতম জোরাম জাতীয়তাবাদী দল। যার প্রতিষ্ঠাতা নেতা লালডুহোমা।
প্রসঙ্গত, মিজোরামে প্রথমবার নির্বাচনে লড়ে ২০১৮ সালে ৬ টি আসনে জিতেছিল জেডপিএম। আর এবারে ৪০ টির মধ্যে ২৭ টি আসন জিতেছে তারা। ক্ষমতাসীন এমএনএফ এর দখলে ১০ আসন। অন্যদিকে, কংগ্রেস জিতেছে ১ টি ও বিজেপি ২ টি আসনে। এককথায় বলা যায়, স্থানীয় বিভিন্ন ইস্যুকে সামনে তুলে এনে কংগ্রেস, বিজেপি ও ক্ষমতাসীন এমএনএফের (Mizo National Front) বিরুদ্ধে লড়াইয়ে নেমে প্রবলভাবে সফল জেডপিএম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম