Dheeraj Sahu IT Raid: কংগ্রেসে সাংসদের বাড়ি থেকে উদ্ধার ‘কুবেরের ধন’ , টাকার পরিমান শুনলে চমকে উঠবেন আপনিও !

।। প্রথম কলকাতা।।

Dheeraj Sahu IT Raid: ব্যাঙ্কেও এত টাকা থাকে না, যা আছে শুধু আলমারিতেই। আয়কর আধিকারিকরা থরে থরে সাজানো টাকা দেখে প্রথমেই চমকে গিয়েছিলেন। বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে। এই খবর কম বেশি এখন সকলেই জেনে গিয়েছেন। কিন্তু টাকার পরিমান জানেন কি ? যা শুনে ভিমরি খেতে পারেন আপনিও।

এই সময় পত্রিকার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত চলেছে টাকা গোনা পর্ব। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ সাহুর ওডিশা এবং ঝাড়খণ্ডের বাড়ি থেকে উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৩০০ কোটি!

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি দিয়ে এসেছে বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড। এই সংস্থাকে আগেও নোটিশ পাঠানো হয়েছিল আয়কর মিটিয়ে দেওয়ার জন্য। যদিও সেই নোটিশ ভ্রূক্ষেপ করেনি সংস্থাটি। এই আবহে আয়কর দফতরের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় ঝাড়খণ্ড এবং ওড়িশায় অবস্থিত সংস্থার বিভিন্ন শাখা অফিসে। আর সেই অভিযানেই চক্ষু চড়কগাছ। জানা গেছে গতকাল পর্যন্ত ৩৬টি মেশিনে গোনা হচ্ছিল উদ্ধার হওয়া টাকা গোনার জন্য। পরে আরও মেশিন আনানো হয় টাকা গোনার জন্যে। উদ্ধার হওয়া টাকা গুনতে গুনতে নাকি মেশিনও খারাপ হয়ে গিয়েছিল মাঝে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সংস্থার কর্মীদের জেলা করছেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের বয়ানও রেকর্ড করা হচ্ছে।

কে এই ধীরজ সাহু ? কোথা থেকেই বা তাঁর কাছে এত টাকা এল?

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ধীরজ এবং তাঁর পরিবারের। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর একটি পারিবারিক ব্যবসা রয়েছে। ১৯৭৭ সালে রাজনীতিতে যোগ দেন ধীরজ। ধীরজ ২০১০ সালে প্রথবার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালেও কংগ্রেস সাংসদ হিসেবে রাজ্যসভার সদস্য হন। বৌধ ডিস্টিলারিজের একাধিক শাখা প্রতিষ্ঠানের ডিরেক্টর পদে রয়েছেন ধীরজ সাহু। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে নামে ব্যবসার অংশীদার দাদা বলদেবও। মদ বিক্রি করে থাকে সংস্থাটি। শুধু ঝাড়খণ্ড নয়, ওড়িশার বেশ কয়েকটি স্থানে রয়েছে সংস্থার শাখা অফিস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version