Covid Variant Kraken : ক্র্যাকেন ভ্যারিয়েন্টে কাবু হতে পারেন ভ্যাকসিন নেওয়ার পরেও! জানুন উপসর্গগুলি

।। প্রথম কলকাতা ।।

Covid Variant Kraken : ২০২৩-এ ফের করোনার আতঙ্ক জনসাধারণের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে। কারণ যেখান থেকে প্রথম করোনার উৎপত্তি হয়েছিল সেই চীনে আবারও নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে বলি হচ্ছেন একের পর এক মানুষ। সম্প্রতি কোভিডের আরও এক নয়া ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। সেটি মূলত এক্সবিবি. ১.৫ (XBB 1.5)। কিন্তু এর আরও একটি নাম দেওয়া হয়েছে। ক্র্যাকেন (Kraken), এই ক্র্যাকেন শব্দের অর্থ হল সামুদ্রিক দানব। যদিও তা কাল্পনিক। বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের এই নয়া সাব ভ্যারিয়েন্ট খানিকটা ভয়ংকর হতে পারে বিশ্বের জন্য।

* ক্র্যাকেন ভ্যারিয়েন্ট কী?

এটি আসলে করোনার বিএ ২.৭ ভ্যারিয়েন্ট ও বিএ ২.১০.১ ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি । জানা গিয়েছে এই সাব ভ্যারিয়েন্টটি অত্যন্ত দ্রুত হাড়ে ছড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। যা ভারতের মতো দেশে আবারো কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে পারে। তাই নতুন এই ক্র্যাকেনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে দেওয়া তথ্য অনুসারে, ২০২২ সালে এই কোভিড ভ্যারিয়েন্টটিকে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে খুঁজে পাওয়া গিয়েছিল।

তবে বর্তমানে এই এক্সবিবি ১.৫ ভ্যারিয়েন্ট টি কম করে ২৮টি দেশে ছড়িয়ে গিয়েছে । ২০২২ সালের একেবারে শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে এই ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত দেখা যায়। আর ২০২৩ সালে এটি ক্রমেই আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করেছে।

* ক্র্যাকেন ভ্যারিয়েন্টের উপসর্গ

জানা গিয়েছে, এই ভ্যারিয়েন্টের বিশেষ কোনো উপসর্গ (Symptoms) সেই ভাবে বর্তমানে দেখা যাচ্ছে না । কিন্তু এর যেটুকু উপসর্গ এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে তা অনেকটাই ওমিক্রনের বাকি ভ্যারিয়েন্ট গুলির মত। ন্যাশনাল হেলথ সার্ভিসে তরফ থেকে জানানো হয়েছে, যাদের মধ্যে ক্র্যাকেন ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে, তাঁরা মূলত জ্বর, উচ্চ তাপমাত্রা , শ্বাসকষ্ট এবং ক্রমাগত কাশির মতো সমস্যায় ভুগছেন। এছাড়াও ক্লান্তি, গায়ে হাতে পায়ে যন্ত্রণা, খিদে কম থাকা, মাথায় ভীষণ যন্ত্রণা , সর্দিভাব , গলা ব্যথা এবং ডায়রিয়া সহ টানা ২৪ ঘন্টার ক্রমাগত কাশির মতো উপসর্গগুলি দেখা গিয়েছে। যারা কোভিড ভ্যাকসিন নিয়ে রেখেছেন তাঁরাও আক্রান্ত হতে পারেন এতে । কারণ বিজ্ঞানীরা বলছেন , এটি বিএফ.৭ থেকেও অনেক বেশি সংক্রামক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version