Weather update : কলকাতার পারদ নামল ১৪ ডিগ্রিতে, বঙ্গে শুরু শীতের দাপট

।। প্রথম কলকাতা ।।

Weather update : এক ধাক্কায় অনেকটা নামল শহরে পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরসুমের শীতলতম। ডিসেম্বরে (December) পারদ পতনে খুশি শীত প্রেমীরা।

ডিসেম্বরের শেষ দিকে এসে কিছুটা হলেও জমিয়ে শীতের (Winter) আমেজ পাচ্ছে কলকাতা। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন আরও পারদপতনের সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক এবং পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রা আরো নামবে। চলতি সপ্তাহে রবিবারের মধ্যে আরও দেড় থেকে দুই ডিগ্রি পর্যন্ত পারদ কমতে পারে জেলায় জেলায়। পশ্চিমাঞ্চলের জেলায় দশের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা দু তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রির কাছাকাছি। আগামী পাঁচ দিন অর্থাৎ এখন যে তাপমাত্রা চলছে সেটাই বজায় থাকবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version