kolkata municipal corporation: প্রবীণ কলকাতাবাসীর জন্য নয়া পরিকল্পনা কলকাতা পুরসভার, কী সুবিধা মিলবে?

।। প্রথম কলকাতা ।।

kolkata municipal corporation: প্রবীণ কলকাতাবাসীদের জন্য নয়া পরিকল্পনা নিল কলকাতা পুরসভা। এবার বাড়ি বসেই মিলবে সবকিছু সুবিধা। মিউটেশনের কাজ থেকে শুরু করে জন্ম-মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত মিলবে পরিষেবা। কলকাতার প্রবীণ নাগরিকেরা আগামী ১লা জানুয়ারি থেকে এই পরিষেবার সুযোগ পেতে চলেছেন। প্রসঙ্গত, বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মেলাতে পুরসভার অধিকাংশ পরিষেবাই এখন অনলাইনে উপলব্ধ। বর্তমানে কলকাতা পুরসভার বহু পরিষেবা পাওয়া যায় অনলাইনে। কিন্তু অনেক সময় দেখা যায় প্রবীণ নাগরিকরা স্মার্টফোন বা কম্পিউটার চালাতে সক্ষম নন। এই আবহে প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে নয়া স্কিমে পুর আধিকারিকরাই সংশ্লিষ্ট পরিষেবার জন্য অনলাইন ফর্ম ফিলআপ করে দেবেন। তাদের কথা চিন্তা করেই কলকাতা পুরসভা এই পরিষেবা আনল। এই পরিষেবা পাওয়ার জন্য প্রবীণ নাগরিকদের whatsapp করতে হবে ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে।

কি কি সুবিধা মিলবে ?

‘‘শুধু মিউটনেশন নয়, জন্মের শংসাপত্র, মৃত্যুর শংসাপত্র, অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন, ইউনিট এরিয়া অ‌্যাসেসমেন্ট নির্ণয়। সব কিছুরই সাহায্য করবে নগরবন্ধু।’’ পাশাপাশি অনেকেই বাড়ির ট্যাক্স দিতে যেতে পারছেন না। এই পরিষেবায় নগদে টাকা নেওয়ার ব্যবস্থা না থাকলেও তবে ড্রাফট হিসেবে দিলে তাঁরা তা সংগ্রহ করে নেবেন আধিকারিকরা। জানিয়েছেন পুর কমিশনার বিনোদ কুমার।

শহরের প্রবীণ নাগরিক এবং যাঁদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাঁদের কাছে পুর পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই নতুন অ্যাপ আনার পরিকল্পনা করেছিল কলকাতা পুরসভা। সেই মতোই এই সিদ্ধান্তের পথে হাঁটল পুরসভা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version