।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee Dharna: ২০২৩ এর ২৯শে মার্চ কলকাতা (Kolkata) শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ধর্নায় (Dharna) বসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একদিকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অপরদিকে পাল্টা ময়দানে নেমেছে বিজেপি। এক কথায় হাই ভোল্টেজ বুধবার। বুধবার শহর জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে।
বহুদিন ধরেই বকেয়া ডিএ এর দাবিতে টানা আন্দোলন চলছে। শহীদ মিনার চত্বরে সরকারি কর্মীদের চলা এই আন্দোলন ৬২ দিনে পা দেবে। এই আন্দোলন থেকে ১০০ মিটার দূরেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। অপরদিকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন রেড রোডের আম্বেদকরের মূর্তির পাদদেশে। মূল মঞ্চের দুদিকে দুটি অস্থায়ী ছাউনি দিয়ে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছে। ধর্না চলার কথা বুধবার বেলা বারোটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। ধর্না চললেও রেড রোড সচল রাখা হবে। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ধর্নায় বসবেন।
শহর জুড়ে আছে একাধিক কর্মসূচি থাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। পথে নামছে সরকার বিরোধী উভয় পক্ষই। শাসক দলের দুর্নীতির অভিযোগ তুলে অপরদিকে ধর্নায় বসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাথে থাকবেন সর্বোপরি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। কলকাতা হাইকোর্টের তরফ থেকে শর্তসাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দেওয়া হয়েছে। গোটা এলাকা মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরায়। এক দিকে ডিএ আন্দোলনকারীরা, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। যে মাইকগুলি একে অপরের দিকে ছিল সেগুলি খুলে নেওয়া হচ্ছে। দুপুরের দিকে মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করবে বামেরা। একদিকে কেন্দ্রের বঞ্চনা অপরদিকে রাজ্যের তরফের দিল্লিতে হিসেব না পাঠানো, এই দুইয়ের অভিযোগ নিয়ে তারা মিছিল শুরু করতে চলেছেন। যা শেষ হবে পার্ক সার্কাসের লেডি ব্রেবোর্ন কলেজের সামনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম