Mallikarjun Kharge: লোকসভা নির্বাচনে কোমর বেঁধে নামতে বড় পদক্ষেপ কংগ্রেসের, বৈঠক ডাকলেন খাড়গে

।। প্রথম কলকাতা।।

Mallikarjun Kharge: বিজেপিকে তিনটি রাজ্যে এককভাবে হারাতে পারেনি কংগ্রেস। তেলাঙ্গানা হয়ে রইল কংগ্রেসের কাছে সান্ত্বনা পুরষ্কার। রাজনৈতিক পযবেক্ষকদের মতে, একলা চলার নীতিতেই ধাক্কা খেয়েছে কংগ্রেস বলে। বিধানসভা নির্বাচনকে অতীত হিসাবে ভুলে এখন কংগ্রেসের কাছে ‘পাখির চোখ’ লোকসভা নির্বাচন। কংগ্রেসের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি এবং লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে ফের বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কার্যকরী কমিটি (CWC)। ২০২৪-এ কেন্দ্রের বিজেপি সরকারকে সিংহাসনচ্যুত করতে জোট বেঁধেছে অবিজেপি দলগুলি। আসনরফা নিয়ে সেই জোটের অন্দরে চিড় দেখা দিয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চলতি বছরের ২০ অগাস্ট দলের নতুন ওয়ার্কিং কমিটি (CWC) গঠন করে। সেই কমিটিতে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ প্রবীণ নেতাদের পাশাপাশি অনেক তরুণ মুখও রয়েছে। ৮৪ সদস্য নিয়ে গঠিত এই কমিটি বলে জানা গেছে। এছাড়া ১৫ জন মহিলা সদস্য ও ১৩ জন বিশেষ অতিথি রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর হায়দরাবাদে নতুন CWC-র প্রথম বৈঠক হয়েছিল। ফের ২১ সে ডিসেম্বর ওয়ার্কিং কমিটির বৈঠক হতে চলেছে।

প্রসঙ্গত, হিন্দি বলয়ের অন্য দুই রাজ্য ছত্তিশগড় এবং রাজস্থানে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা, প্রচারের দিশাহীনতা এবং ‘একলা চলো’ নীতির জন্যই এই হার বলে মনে করা হচ্ছে । এই ফলাফল থেকে কংগ্রেস শিক্ষা নেবে কিনা সেটা পরবর্তী পদক্ষেপ বলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version