Mamata Banerjee: ‘কবিতা বিতান’ এবার ইংরেজিতে! বইমেলায় থাকছে মুখ্যমন্ত্রীর নতুন বইও

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহিত্যচর্চায় যে আগ্রহী সেই তথ্য বাংলার মানুষের কাছে অজানা নয়। নতুন বছরের বইমেলায় (Kolkata Book Fair) এবার তাঁর লেখা বেশ কিছু নতুন বইয়ের সম্ভার বসতে চলেছে। এছাড়াও পুনরায় প্রকাশিত হবে তাঁর ‘কবিতা বিতান’ (Kabita Bitan) বইটি। তবে এবার আর বাংলায় নয়। ২০২৩ সালের বইমেলায় ‘কবিতা বিতান’ এর ইংরেজি অনুবাদ প্রকাশ করা হবে। মঙ্গলবার বইমেলা সংক্রান্ত বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

গতকাল দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তাদের তরফ থেকে ‘কবিতা বিতানে’র ইংরেজি অনুবাদ বইমেলায় প্রকাশ করার খবর সামনে আনা হয়। এছাড়াও জানানো হয় চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক বই মেলার থিম কান্ট্রি স্পেন (Country Spain)। দ্য ওয়ালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে গিল্ড কর্তা ত্রিদিব বাবু জানান, ইতিমধ্যেই ‘কবিতা বিতানে’র ইংরেজি অনুবাদ করার কাজ চলছে। আশা করা হচ্ছে এই বছরই সেই বইটি বইমেলায় প্রকাশ করা হবে। এছাড়াও অন্যান্য গিল্ড কর্তাদের কথায়, বইমেলায় মুখ্যমন্ত্রী একাধিক বই প্রকাশিত হতে চলেছে।

প্রতিবছরই প্রায় বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কোন না কোন বই জনসাধারণের হাতের নাগালে আসে। এই বছরেও তার ব্যতিক্রম হবে না এমনটাই আশা রাখছেন গিল্ড কর্তারা। তথ্য অনুসারে, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মোট ১১২ টি বই প্রকাশিত হয়েছে। তবে এই বছর নতুন কয়েকটি বই প্রকাশিত হলে সেই সংখ্যা আরও খানিকটা বাড়বে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নানান ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক প্রবন্ধের বইও তিনি লিখেছেন এমনটাই জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিরলস সাহিত্য চর্চার জন্য সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবার তাঁর লেখা কাব্যগ্রন্থেরই ইংরেজি সংস্করণ আসতে চলেছে বইমেলাতে। এছাড়াও থাকছে ছোটদের জন্য লেখা তাঁর কিছু বই। এই বছরেও ঠিক আগের মত সল্টলেক প্রাঙ্গনে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আসর বসবে। তা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে এবং চলবে ফেব্রুয়ারি ১৩ তারিখ পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version