Rail Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা উস্কে দিল জ্ঞানেশ্বরীর স্মৃতি! মালগাড়ি নয় হামসফরে বিপত্তি, ভয়াবহ দৃশ্য চারপাশে

।। প্রথম কলকাতা ।।

Rail Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ফিরছে জ্ঞানেশ্বরীর স্মৃতি। করমণ্ডল এক্সপ্রেস দুমড়ে মুচড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মালগাড়ি নয় হামসাফার এক্সপ্রেসকে ধাক্কা করমণ্ডলের। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বসল ইনকোয়ারি কমিটি। আর্থিক সাহায্য ঘোষণা করে দেওয়া হল রেলের তরফ থেকে।

এরকমটা হয়ে যাবে স্বপ্নেও ভাবেননি যাত্রীরা৷ বলা হচ্ছে দশকের সবথেকে ভয়াবহ দুর্ঘটনা এটা। উল্টোদিক থেকে আসা হামসাফর এক্সপ্রেস আসছিল আর সেই ট্রেনেই ধাক্কা মারে করমণ্ডল। হামসাফর এক্সপ্রেসের পিছনের চারটি বগি ধ্বংস হয়েছে বলে খবর। আজ থেকে তেরো বছর আগে জ্ঞানেশরীর দুর্ঘটনা স্মৃতি উস্কে দিচ্ছে আজকের ঘটনা। অবশ্য সেক্ষেত্রে উঠে এসেছিল নাশকতার ছক৷ তবে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও এধরণের কোনও আভাস পাওয়া যায়নি।

জানতে পারা যাচ্ছে শিশু সহ প্রচুর বয়স্ক মানুষ ট্রেনে ছিলেন বলে খবর। জানা গিয়েছে ট্রেনের নীচে থেকে বহু বয়স্ক রোগীকে উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ একটি বগির নীচে চাপা পড়ে রয়েছেন। ইতিমধ্যেই রেলের তরফ থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাঁরা গুরুতর আহত হয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে বাকি আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী।

এদিকে টুইট করে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আগামী কালই তিনি দুর্ঘটনাস্থলে যাবেন এমনটাই খবর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version