Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, সাথে শিলাবৃষ্টি! বঙ্গে ভাসবে এই জেলাগুলি

।। প্রথম কলকাতা ।।

Weather Update: ১৪ই মার্চ বঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ। রোদের তেজ নামমাত্র। হাওয়া অফিস বলছে, এই দিন বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজবে। পাশাপাশি ধেয়ে আসছে কালবৈশাখী। গত দুই সপ্তাহ বঙ্গের আবহাওয়া (Weather) একটু অন্যরকম ছিল। দুপুরের দিকে যেমন চড়া রোদ, আবার রাত নামতেই হালকা হালকা ঠান্ডা। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, মঙ্গলবার (Tuesday) থেকে রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া।

শনিবার থেকে বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার অন্যতম কারণ পূবালী হাওয়া ও পশ্চিমী হওয়ার সংঘাত। অপরদিকে ঝাড়খন্ডে অবস্থান নিম্নচাপ অক্ষরেখা, যার কারণে সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বঙ্গোপসাগর থেকে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প। এক্ষেত্রে ঝড়ো হাওয়া কোথাও কালবৈশাখীর রূপ নিতে পারে, আবার কোথাও বা বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে শিলাবৃষ্টি আর হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার ঝড়, বৃষ্টি আর শিলা বৃষ্টি হতে পারে। সাথে দমকা ঝড়ো হাওয়া। এক্ষেত্রে বেশি ভুগবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টির দিক থেকে নিরাপদে রয়েছে কলকাতা (Kolkata), তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version