Hyderabad: কুকুরের চিৎকারে তিন তলা থেকে ঝাঁপ! গুরুতর জখম ফুড ডেলিভারি বয়

।। প্রথম কলকাতা ।।

Hyderabad: একজন ফুড ডেলিভারি বয় (Food delivery boy) আর পাঁচটা দিনের মতোই গ্রাহককে খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন। তিনি বুঝতেও পারিনি সেখানে তার জন্য কোন বিপত্তি অপেক্ষা করছে। হঠাৎ করেই সেখানে কুকুরের চিৎকারে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তারপর ভয়ে তিন তলা (Third floor) থেকে নিচে ঝাঁপ দেন। যার কারণে ওই ফুড ডেলিভারি বয় গুরুতর জখম হয়েছেন। ‘LokmatTimes English’ প্রকাশিত তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে (Hyderabad)।

সুইগির (Swiggy) ফুড ডেলিভারি বয় একটি অ্যাপার্টমেন্টে খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন। সেখানে একটি পোষা কুকুর তাকে দেখে হঠাৎ চিৎকার করতে শুরু করলে তিনি অত্যন্ত ভয় পেয়ে যান। তিনি আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে লাফ দেন। মোহাম্মদ রিজওয়ান (Muhammed Rizwan) নামক ওই যুবক এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। ওই যুবকের বয়স ২৩ বছর।

পুলিশ জানিয়েছে, ডেলিভারি বয় লুম্বিনি রক ক্যাসেল অ্যাপার্টমেন্টের (Lumbini Rock Castle Apartment) তৃতীয় তলায় গিয়েছিল। যখন তিনি একটি ফ্ল্যাটের দরজায় টোকা দেন, তখন একটি জার্মান শেফার্ড (German Shepherd) চিৎকার করে তার দিকে এগিয়ে আসে। ভয়ে রিজওয়ান তৃতীয় তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন।

ফ্ল্যাটের মালিক শোবনা একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিজামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (Nizam’s Institute of Medical Sciences) ভর্তি করেছেন। শহরের ইউসুফগুদা (Yousufguda) এলাকার শ্রীরাম নগরের(Sriram Nagar) বাসিন্দা রিজওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে রিজওয়ানের ভাই মহম্মদ খাজা (Rizwan’s brother Mohammed Khaja) বানজারা হিলস (Banjara hills) থানায় অভিযোগ দায়ের করেছেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version