।। প্রথম কলকাতা ।।
প্রথমে আপনি ইঁদুর ভেবে ভুল করতেই পারেন। গায়ে হাত বোলালেই এক অলৌকিক কাণ্ড দেখবেন! আর তা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে সামনে। এক হ্যামস্টার বলে উঠছে জয় জগন্নাথ। পোষা পাখি নয়! ইঁদুরের মতই এক জীব বলছে জয় জগন্নাথ। মন্দিরের পুরোহিত থেকে পাণ্ডারা সকলেই অবাক। কীভাবে এই অসম্ভব সম্ভব হচ্ছে?সকাল সন্ধ্যে তাঁদের কিচিরমিচির আওয়াজ। কিন্তু সবার কথার উত্তর দেয় না। যে মহিলা তাঁদের ধরে রয়েছেন তারই পোষা এই দুই হ্যামস্টার। যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও তার সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা।
তারা যেন কিছুর শোনার জন্য অপেক্ষা করে থাকে যা শোনে তাই বলে পরিষ্কার না বলতে পারলেও এমনভাবে শুনে নকল করবে যে মনে হবে কথাই বলছে। সম্প্রতি এই মহিলা তাঁর দুই পোষ্যকে নিয়ে গিয়েছিলেন জগন্নাথধামে শ্রীক্ষেত্রের লীলা যেন বুঝে গিয়েছে এই অবলা জীবরাও মন্দিরে তাঁদের নামে পুজো দিয়ে মাথা ছোঁয়ান। সকলে তো অবাক এই কাণ্ড দেখে। তারপরই তো ঘটল আসল ঘটনা। মন্দিরের কিছু পাণ্ডা আশপাশে ঘিরে ধরেছে ঠিক তখনই মেয়েটি বলে উঠে জয় জগন্নাথ।
ব্যাস সাথে সাথে প্রভুর নাম নিতে শোনা যায় ওই হ্যামস্টারটিকেও। যেন শিস দিয়ে কেউ বলছে জয় জগন্নাথ। পাণ্ডারা তখন ভিরমি খাওয়ার জোগাড় কিন্তু অন্য কারোর কথা নয় শুধু এই মেয়েটির কথা শুনেই তারা নকল করে। শখেই ঘরে রেখেছিলেন । কখন যে এরকম পোষ মেনে যাবে ভাবতে পারেননি। যেখানেই যান এদের সাথে করে নিয়ে যান জগন্নাথ ধাম দেখে মন ভরেছে তাঁদেরও আবার নিজেদের ভাষাতে বুঝিয়েও দিল এই ভিডিও দেখেই মুগ্ধ নেটিজেনরা।
অনেক সময় মানুষ মানুষের ভাষা বোঝে না। কিন্তু এবলা জীব হয়েও মানুষের কথা বুঝে যাচ্ছএ। কতই না অদ্ভুত কাণ্ড হয়ে এই পৃথিবীতে। যা কোনও ভাষায় বোঝানো যায় না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম