PM Narendra Modi: পথচলা শুরু জোকা-তারাতলা মেট্রোর, রেল প্রকল্প উদ্বোধনে কী বললেন প্রধানমন্ত্রী ?

।। প্রথম কলকাতা ।।

PM Narendra Modi: ২০২২ সালের ৩০ ডিসেম্বর রাজ্যবাসীর কাছে কোন উপহারের দিন থেকে কম কিছু নয়। কারণ এই দিন বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হাওড়া স্টেশন থেকে অফিসিয়ালি যাত্রা শুরু করে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। তাঁর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এছাড়াও তিনি এদিন উদ্বোধন করেন দীর্ঘ প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো (Joka- Taratala Metro) রুটের। যা বেহালাবাসীর এক বিরাট প্রাপ্তি বলা যায়।

প্রধানমন্ত্রী এদিন মাকে হারানোর পরেও নিজের কর্তব্যে অটল। প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে বসে ভার্চুয়াল মাধ্যমেই হাওড়ার এই অনুষ্ঠানে যোগ দেন। বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করার পর তিনি জোকা- তারাতলা এক্সপ্রেস উদ্বোধন করেন। কিন্তু প্রথম দিকে কোনরকম কথা বলতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। চোখে মুখে তাঁর শোকের ছাপ স্পষ্ট ছিল। যদিও জোকা তারাতলা মেট্রো উদ্বোধন করার পর তিনি বলেন, ‘জোকা- বিবাদী মেট্রো তৈরি করতে পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়েছে। নমামি গঙ্গা প্রকল্পে আদি গঙ্গা সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়াও নদীগুলিকে পরিষ্কার রাখার জন্য আধুনিক নিকাশি ব্যবস্থা কাজে লাগানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে’

একই সঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় রেল পরিষেবাকে ঠিক বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে। নিউ জলপাইগুড়ি স্টেশনটিকেও নতুনভাবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। ভারতের উন্নতির জন্য ভীষণভাবে প্রয়োজন রেল পরিষেবার উন্নতি। আর এই লক্ষ্যে ৪৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে’। মাত্র সাড়ে সাত ঘণ্টার মতো সময়ে বন্দে ভারত এক্সপ্রেস আপনাকে দক্ষিণবঙ্গ থেকে সোজা পৌঁছে দিতে পারবে উত্তরবঙ্গে।

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন ২০১০ সালেরষ রেলমন্ত্রী (Rail Minister) ছিলেন তিনি তখন রেল বাজেটে কলকাতা মেট্রোরেলের নতুন চারটি রেলপথের অনুমোদন করেছিলেন । তার মধ্যে একটি ছিল এই জোকা বিবাদীবাগ মেট্রো। সেই সময়তেই এই জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল। কিন্তু অবশেষে দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার পর ২০২২ সালে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের একাংশ জোকা তারাতলা মেট্রোর উদ্বোধন হল আজ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version