SLST Recruitment: ‘শীঘ্রই নিয়োগপত্র পাব’..শিক্ষামন্ত্রী সঙ্গে দ্বিতীয় বৈঠকের পর জানালেন চাকরিপ্রার্থীরা

।। প্রথম কলকাতা ।।

SLST Recruitment: আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী যে তাদের সাথে বৈঠক করে আলোচনা করে এর সঠিকপথ বের করবেন। কথা রেখেছেন শিক্ষামন্ত্রী। কথা মত ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথম বৈঠকের পর দ্বিতীয় বৈঠকের দিন ধার্য করা হয়। আজ ছিল সেই বৈঠক। সেখান থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা জানান, দ্রুত জট কেটে যাবে, নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারিই ডেডলাইন। তার আগেই নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে শিক্ষামন্ত্রী, এসএসসি-র চেয়ারম্যান ও প্রিন্সিপ্যাল সেক্রেটারির সঙ্গে আলোচনা হয় এদিন।

উল্লেখ্য, রাস্তায় নেমে চাকরিপ্রার্থীদের আন্দোলন ১০০০ দিন অতিক্রম করেছে। চাকরির দাবিতে ধর্মতলায় মাথা মুড়িয়ে প্রতিবাদে সামিল হতেও দেখা যায় এক প্রতিবাদকারীকে। নবম এবং দ্বাদশ স্তরের মেধাতালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এই আবহেই চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঞ্চ থেকে দাঁড়িয়েই সমগ্র ঘটনা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তারপরেই আশ্বাস দিয়ে বৈঠকের আয়োজন করা হয়।

দ্বিতীয় বৈঠকের পর চাকরিপ্রার্থীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী তাঁদের একটি তারিখ দিয়েছেন, সেটা হল ১ ফেব্রুয়ারি। ওই সময়ের মধ্যে নিয়োগ জট কেটে যাবে। প্রার্থীরাও অবিলম্বে নিয়োগপত্র পাবেন বলে আশা করছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version