।। প্রথম কলকাতা ।।
Veterinary Officer Recruitment: ২০২৩ সালে রাজ্যে চাকরির সুযোগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দহতরে নিয়োগ করা হবে ভেটেরিনারি অফিসার (Veterinary Officer)। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে । যে শূন্য পদ গুলি তৈরি হয়েছে সেগুলি প্রত্যেকটি রাজ্যের পশুপালন এবং পশু চিকিৎসা পরিষেবায় নিয়োজিত হবে এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ভেটেরিনারি অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২২ এর ১৯ ডিসেম্বর। তবে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন নতুন বছরের জানুয়ারির একেবারে শেষ দিক থেকে। কতগুলি শূন্য পদ রয়েছে, বেতন কত, কীভাবে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এই সমস্ত তথ্য আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
পদ: ভেটেরিনারি অফিসার
শূন্য পদ : ১৫৮ টি
বয়স সীমা : ০১.০১.২০২২ অনুযায়ী আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি/ এসটি/ ওবিসি ক্যাটাগরির আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
বেতন : পে ম্যাট্রিক্স লেভেল ১৬ অনুযায়ী নির্দিষ্ট পদ গুলির জন্য কর্মীদের বেতন দেওয়া হবে মাসিক ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা :
- আবেদনকারীকে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রিতে ডিগ্রি থাকতে হবে ।
অথবা, - কোন স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ভেটেরিনারি সায়েন্সে ডিগ্রি অর্জন করতে হবে।
- রাজ্য বা কেন্দ্রের ওই ইনস্টিটিউটকে অবশ্যই ভেটেরিনারি কাউন্সিলের অধীনে রেজিস্টার থাকতে হবে।
- বাংলা ও নেপালি ভাষা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। স্বতঃস্ফূর্তভাবে বলতে এবং লিখতে জানতে হবে।
আবেদন ফি : অসংরক্ষিত আবেদনকারীদের জন্য ফি ২১০ টাকা। কিন্তু সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদেরকে কোন রকম ফি জমা দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া : এইএ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি ইন্টারভিউ এর মাধ্যমে হবে। কিন্তু আবেদনকারীদের সংখ্যা যদি অনেকটাই বেশি হয় সে ক্ষেত্রে স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউ এর জন্য প্রার্থী বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ গুলি :
- অনলাইনে আবেদন শুরু হবে : ৩০.০১.২০২৩
- আবেদন শেষের তারিখ : ২০.০২.২০২৩
- আবেদন ফ্রি জমা দেয়ার শেষ তারিখ : ২০.০২.২০২৩ দুপুর তিনটে পর্যন্ত
কীভাবে আবেদন করবেন ?
আবেদনকারীকে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর তারপর নির্দিষ্ট লিংকে ক্লিক করার পর আবেদন পত্রটি খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। কীভাবে আবেদন করা যাবে এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিজিট করুন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম