Coal India Recruitment 2023: মাধ্যমিক পাশে কোল ইন্ডিয়াতে চাকরির সুযোগ! বিপুল শূন্যপদে আবেদন করবেন কীভাবে?

।। প্রথম কলকাতা ।।

Coal India Recruitment 2023: কোল ইন্ডিয়া লিমিটেডে (Coal India) -এ বিপুল চাকরির সুযোগ। ইলেক্ট্রিশিয়ান সহ একাধিক পদে এই নিয়োগ (Coal India Recruitment 2023) করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে (Coal India Recruitment) পারবেন। কীভাবে কোথায় আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

১) পদ: Mining sirdar
শূন্যপদ: ৭৭ টি
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিগ্রি।

বয়সসীমা: ১৮ বছর। অন্যদিকে এসসি /এসটি প্রার্থীদের জন্য ৩৫ বছর ও Obc প্রার্থীদের জন্য ৩৩ বছর।

বেতন: ৩১ হাজার ৮৫২ টাকা।

২) পদ: Eletrician
শূন্যপদ: ১২৬ টি
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এবং তার সঙ্গে থাকতে হবে ইলেট্রিশিয়ান ট্রেডে আইআইটি ডিগ্রি।

বয়সসীমা: ১৮ বছর। অন্যদিকে এসসি /এসটি প্রার্থীদের জন্য ৩৫ বছর ও Obc প্রার্থীদের জন্য ৩৩ বছর।

বেতন: ৩২ হাজার ৬১০ টাকা।

৩) পদ: Deputy Surveyor
শূন্যপদ: ২০ টি (কেবলমাত্র এসটি প্রার্থীদের জন্য)

যোগ্যতা: DGMS স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mines Survey সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: ১৮ বছর। অন্যদিকে এসসি /এসটি প্রার্থীদের জন্য ৩৫ বছর ও Obc প্রার্থীদের জন্য ৩৩ বছর।

বেতন: ৩১ হাজার ৫৮২ টাকা।

৪) পদ: Assistant Foreman

শূন্যপদ: ১০৭ টি

যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা প্রার্থীরা এই পদের আবেদনের যোগ্য।

বয়সসীমা: ১৮ বছর। অন্যদিকে এসসি /এসটি প্রার্থীদের জন্য ৩৫ বছর ও Obc প্রার্থীদের জন্য ৩৩ বছর।

বেতন: ৩১ হাজার ৮৫২ টাকা।

আবেদন পদ্ধতি: কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৩

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version