Weather update: শহরে ফের শীতের আমেজ, ভ্যালেন্টাইন ডে এর আগেই পারদ পতন

।। প্রথম কলকাতা ।।

Weather update: অস্বাভাবিকভাবে ভ‍্যাপসা গরম বেড়ে গিয়েছিল গত কয়েকদিনে। তার মধ্যে সপ্তাহে প্রথম দিনে কিছুটা হলেও স্বস্তি দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিন ও রাতের (Night) তাপমাত্রায় পরিবর্তন এসেছে।

কলকাতা শহরে সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার ফের একবার স্থায়ীভাবে বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, কলকাতা, হাওড়া পূর্ব মেদিনীপুর কুয়াশার (Fog) সম্ভাবনা বেশি। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার নেমে আসতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা দাপট অব্যাহত থাকবে আরো কয়েকদিন। পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। ঘন কুয়াশা হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। আগামী কয়েক দিন সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। আপাতত শহরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাকরে জেলাতেও আবহাওয়া শুষ্ক থাকবে তবে কুয়াশা দাপট থাকবে বেশ কিছু জেলাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version