পুজোতে মেক আপ করলেই হবে না, তা হতে হবে একদম পারফেক্ট

।। প্রথম কলকাতা ।।

পুজো তো আর এসেই গেল! মানানসই শাড়ির সাথে মেকআপ তো করতেই হবে, কিন্তু মেকআপ করার পর মেকআপ টা অনেক সময় কেকি হয়ে যায়।ফেটে ফেটে যায়। চাপ চাপ হয়ে বসে যায়, অনেক মুখ ভর্তি মেক আপ লাগে। কেমন বিচ্ছিরি দেখায়। যত ভালই ফাউন্ডেশন ব্যবহার করা হোক না কেন এমনটা কিন্তু হয়ে যায় অনেক সময়। ব্যাস সব ভেস্তে যাবে! পুজোতে আবহাওয়া যদি স্যাঁতস্যাতে থাকে বা প্যাচ প্যাচে গরম থাকে তবে কিন্তু এরকম হতে পারে, সাবধান!

যাদের ড্রাই স্কিন তাঁরা মেক আপের আগে ব্যাক অফ দা হ্যান্ড সিরাম নিয়ে মশ্চারাইজিং এর পর ব্লেন্ডারে করে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিন। গ্লো দেখে চমকে যাবেন।

যাদের তৈলাক্ত ত্বক তারা পাউডার নিয়ে ব্রাশ এ করে মুখে লাগিয়ে নিন। মশ্চারাইজিং এর পর। মেক আপ জাস্ট জ্বলবে।

ফাউন্ডেশন বেশি নেবেন না। বেশি ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে কিন্তু ঘন্টা খানেক পর থেকে মেক আপ ফেটে যেতে শুরু করবে। পাতলা লেয়ারে ফাউন্ডেশন লাগান। সময় নিয়ে ব্লেন্ড করুন। হাল্কা করে ড্যাপ ড্যাপ করুন। ঘষবেন না। যতই বেস্ট প্রোডাক্ট ব্যবহার করুন ব্লেন্ড ঠিক করে না হলে মেক আপ চাপ চাপ লাগবে। মেক আপ করার সময় বোঝা যাবে না ঠিকই কিন্তু একটু পর থেকেই মেক আপ ঘাঁটতে শুরু করবে । গ্লো একদম আসবে না।

স্কিনের মধ্যে ড্রাই প্যাচ থাকে। স্কিনকে হাইড্রেট না করেই মেক করতে শুরু করবেন না। ডেড স্কিন থাকে তার উপর ফাউন্ডেশন লাগলে মেক আপ একদম শুকনো শুকনো লাগবে। মেক আপ ভালো করে ব্লেন্ড করা যাবে না।

মেক আপ হয়ে যাবার পর অবশ্যই মেক আপ সেটিং স্প্রে ১৫ সেন্টিমিটার দূর থেকে লাগিয়ে নিন। তাহলে ন্যাচারাল লাগবে মেক আপ টা। স্মুথ লাগবে।

আন্ডার আই এরিয়ায় ভালো করে আন্ডার আই ক্রিম লাগিয়ে নিন মেক আপের আগে। আন্ডার আই এরিয়াবেশি কেকি হয়ে যেতে পারে। কারণ খুব পাতলা toh এই জায়গাটা। চোখে চারপাশে ভালো করে কনসিলার লাগাতে ভুলবেন না। আইশ্যাডো ব্যবহারের আগে আই লাইনার ব্যবহার করুন। চোখএর আকার অনুযায়ী স্বরূপ কিংবা মোটা করে লাইনার টানুন। চোখ যদি একটু ছোট হয় সে ক্ষেত্রে উপরে মোটা করে লাইনার টানতে পারেন।

চোখের পাতা যদি বড় দেখাতে চান, সেক্ষেত্রে মাস্কারা তো ব্যবহার করবেন এছাড়াও চোখের পাতায় লুজ পাউডার লাগাতে পারেন তার উপরে মাস্কারা দিতে পারেন।

আর কিন্তু হাতে বেশি সময় নেই ত্বকের যত্নটা নিতে ভুলবেন না। ফেসওয়াশ অবশ্যই করুন। স্কিন টা স্মুথ থাকলে, মেক আপ এমনি গ্লো করবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version