Himachal Pradesh: ‘উপস্থিত থাকাটা আমার কর্তব্য’, হিমাচলে শপথ অনুষ্ঠানে কংগ্রেসের প্রতিভা সিং

।। প্রথম কলকাতা ।।

Himachal Pradesh: রবিবার সুখবিন্দর সিং সুখুর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিভা বীরভদ্র সিং। এমনটাই জানিয়েছেন তিনি। হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রধান, যাঁকে রাজ্যে দলের জয়ের পরে মুখ্যমন্ত্রীর পদের জন্য শক্তিশালী প্রতিযোগী হিসেবে দেখছিলেন অনেকেই। শনিবার হিমাচলের মুখ্যমন্ত্রীর জন্য বেছে নেওয়া হয়েছে সুখুকে। নানা রাজনৈতিক নাটকের পর অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং সুখুকে বেছে নিয়েছে কংগ্রেস হাই কমান্ড।

পালা বদল হয়েছে হিমাচলে। ক্ষমতা গিয়েছে কংগ্রেসের হাতে। রাজ্য বিধানসভা নির্বাচনে ৪০ টি আসন জিতেছে হাত শিবির। এবার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই শোনা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীর মতোই তিনিও তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন। হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিভা বীরভদ্র সিংয়ের সঙ্গে দেখা করেছেন তিনি। আর তারপরেই প্রতিভাজি জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের অংশ হওয়া তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।

এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি জানিয়েছেন, ‘আমি তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেব না কেন! অবশ্যই যাব। আজকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তাঁর সঙ্গে থাকা আমার প্রধান কর্তব্য’। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিদায়ী বিধানসভার বিরোধী দলের নেতা মুকেশ অগ্নিহোত্রী। ANI সূত্রে, রবিবার ১.৩০টায় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর কংগ্রেস নেতা, তাঁকে সুযোগ দেওয়ার জন্য গান্ধী পরিবার ও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রিপোর্ট অনুযায়ী সুখু বলেছেন, ‘খুশি যে আমি একটি সাধারণ পরিবার থেকে হলেও, মুখ্যমন্ত্রী হতে চলেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস পার্টি এবং গান্ধী পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। আমার মা আমাকে রাজনীতিতে আসতে কখনও বাধা দেননি। আমি আজ এখানে পৌঁছেছি তাঁর আশীর্বাদের কারণে’। নির্বাচনের জন্য কংগ্রেস প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন সুখু। যেখানে দল স্থানীয় সমস্যাগুলিতে মনোনিবেশ করেছিল এবং পুরনো পেনশন প্রকল্প সহ লাভজনক প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপির প্রেম কুমার ধুমলের পর হামিরপুর জেলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হবেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version