।। প্রথম কলকাতা ।।
Weather update: আগামীকাল রাজ্যের শীতের আমেজ বজায় থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ার আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গে শীত মোটামুটি পড়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা এখন হিমেল। তবে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। আজ পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার হেরফের সেরকম ভাবে হবে না।
আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে জেলায় জেলায়। সকালে মেঘ থাকলেও বেলা বাড়লেই পরিষ্কার আকাশে সাক্ষী হবে জেলাবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সকালে অনেকটাই পারদ নামবে বিভিন্ন জেলায়। আবার বিভিন্ন জেলায় রাতের দিকে তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে।
ইতিমধ্যেই মিঠে রোধের সঙ্গে হিমেল পরশে শীতের টের পাওয়া যাচ্ছে যা সপ্তাহের শেষে আরো বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পশ্চিমে জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে। দুই একদিনের মধ্যেই জাঁকিয়ে শীত না পড়লেও সকাল সন্ধ্যা হালকা ঠান্ডা শীতের আমেজ বজায় থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম