Mamata Banerjee: ‘সময় দিলে ভাল, না হলে যা করার করব’, বাগডোগরা বিমানবন্দরে কেন বললেন মমতা ?

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: আজ বাগডোগরা বিমানবন্দর থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন দুপুরে কার্শিয়াং থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন বাগডোগরা বিমানবন্দরে। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো ডিসেম্বরেই তিনদিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন। তার মধ্যে একদিন মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। সময় চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা। এমনটা নিজের মুখেই জানালেন তিনি।

পাশাপাশি তিনি বলেন,’বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, গ্রামের রাস্তা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।’ তাঁর দাবি, এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না। তিনি এও বলেন, ‘ওদের টাকা চাই না, অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চিঠি দিয়ে সময় চেয়েছি। সময় দিলে ভাল। না হলে যা করার করব।’ এদিন বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা জানিয়েছেন, কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাবেন তিনি। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বরের মধ্যে একদিন তিনি সময় চেয়েছেন মোদীর কাছে। একদিকে, ইন্ডিয়া জোটের বিশেষ বৈঠক। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। এই দুই লক্ষ্যে চারদিনের দিনের রাজধানী সফরে যাবেন তিনি।

উল্লেখ্য, ফের কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী। জানতে চাইতে পারেন কবে শ্রমিকদের নিজেদের হকের পারিশ্রমিক পাবেন । এই সম্ভাবনার উসকে ওঠার পরই রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে, তবে কি এবারই বকেয়া জট কাটবে?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version