পশ্চিমবঙ্গে আসা কঠিন হয়ে গেল বাংলাদেশীদের! ট্রেনের ভাড়া কত বাড়ল ? ভিসার পর নতুন সংকট

।। প্রথম কলকাতা ।।

পশ্চিমবঙ্গে আসা আরও কঠিন হতে চলেছে বাংলাদেশীদের। ভিসা পেতেই কালঘাম ছুটে যাচ্ছে। এবার ভারতে যাওয়ার ট্রেনের ভাড়াও বেড়ে গেল কয়েকগুণ। চিকিৎসা বা কাজের সূত্রে পশ্চিমবঙ্গে আসতে চাইলে এবার ওপারের বাসিন্দাদের দুবার ভাবতে হবে।কেন ট্রেনের ভাড়া লাফিয়ে বাড়ল? ভাড়া বেড়ে কত হল মৈত্রী এক্সপ্রেস, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের টিকিট? মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটে ভিড় লেগে থাকা রাস্তায় গেলেই পাওয়া যায় বাংলাদেশীদের। যেখানে সীমান্তের ওপাড়ের সাথে এপারের দেশের স্বাদ, গন্ধ মিলিয়ে মিশে একাকার হয়ে যায়। বেশিরভাগ বাংলাদেশী ভারতে আসেন চিকিৎসার জন্য। আবার কেউ কাজের সূত্রে বা বেড়ানোর নেশায়। কিন্তু এই মানুষগুলো এবার কলকাতায় আসবেন কীভাবে? যাদের চিকিৎসার খরচের টানাটানির মধ্যেও কষ্ট করে রেলপথে কলকাতায় আসতেন তাদের এবার রাতের ঘুম উড়তে চলেছে।

দুই বাংলার মধ্যে রেলপথে যাতায়াতের অন্যতম ৩টি ট্রেন হল, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস। ৩টি ট্রেনেরই ভাড়া বাড়তে চলেছে। আগামী ১০ অক্টোবর, মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে। তবে আপ-ডাউন দুইদিকে নয়। বাংলাদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রেই ট্রেনগুলির ভাড়া বাড়তে চলেছে। বাংলাদেশ রেলেওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। তার ফলেই ভারতে যাওয়ার ট্রেনের ভাড়া বাড়তে চলেছে।

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের এসি কোচের ভাড়া এতোদিন ছিল ৪ হাজার ৭৯৫ টাকা। ১০ অক্টোবরের আগে পর্যন্ত যাঁরা যাতায়াত করেছেন তাঁরা এই ভাড়া দিয়েই যাতায়াত করেছেন। ১০ অক্টবর থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে ৪ হাজার ৯০০ টাকা। আর এসি চেয়ার কারের ভাড়া ৩ হাজার ৫৩০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩ হাজার ৬০০ টাকা। খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া ৫০ টাকা বাড়ানো হয়েছে। ভাড়া ২ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৯৫০ টাকা হচ্ছে। আর এসি চেয়ার কারের ভাড়া ৩৫ টাকা বাড়ছে যারফলে ভাড়া ২ হাজার ২৬৫ টাকা থেকে বেড়ে ২ হাজার ৩০০ টাকা হচ্ছে এমিতালী এক্সপ্রেস। যেটি নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চিলাহাটি, পার্বতীপুর, হিলি, টাঙ্গাইল হয়ে ঢাকায় এসে পৌঁছায়।

পর্যটন ব্যবসায়ীদের শিলিগুড়ি ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের দাবি ছিল সেই দাবি মেনেই এই ট্রেনের যাত্রা শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশীরা এই ট্রেনেই সোজা চলে আসেন। এবার এই ট্রেনেরও ভাড়া বাড়ছে। মিতালী এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা থেকে বেড়ে ৬ হাজার ৭২০ টাকা করা হচ্ছে। আর এসি সিটের ভাড়া ৪ হাজার ১৭৫ টাকা থেকে বেড়ে ৪ হাজার ২৯০ টাকা হচ্ছে। আর এসি চেয়ারকারের ভাড়া ৩ হাজার ৭৮৫ থেকে বেড়ে ৩ হাজার ৮৬০ টাকা হচ্ছে। আগে ব্যবসায়ীদের ১ বছর, ৩ বছর ও ৫ বছর মেয়াদে ভিসা দিত ভারতীয় হাইকমিশন। এখন সেখানে ব্যবসায়ীদের ৬ মাসের ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের বারবার ভিসা করতে।

নানা সমস্যায় শিকার হতে হচ্ছে যারা আমদানি-রফতানি বাণিজ্য করেন। তাদেরকে প্রতি সপ্তাহে ভারতে যেতে হয়, কিন্তু বর্তমানে ভিসা সমস্যার কারণে ব্যবসায়ীরাও ভারতে ব্যবসায়িক কাজে যেতে পাছেন না। ফলে ব্যবসায়ীরা অর্থনৈতিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই। ভারতীয় ভিসা পেতে এতো সময় লাগলে চিকিৎসা করাতেও আসতে পারছেন না অনেকেই। এবার তার মধ্যে ট্রেনের ভাড়া বেড়ে যাওয়ায় চিন্তার মেঘ বাংলাদেশীদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version