Israel-Hamas war: গাজার সুড়ঙ্গে হুল ফোটালো ইসরাইল, গুঁড়িয়ে গেল সুড়ঙ্গ ? বাঙ্কার বাস্টারে অকেজো হামাস

।। প্রথম কলকাতা ।।

Israel-Hamas war: হামাসের সুড়ঙ্গ ভেঙে গুঁড়িয়ে দেবে ইসরাইল, বাইডেনের ব্রহ্মাস্ত্রে কিভাবে পাতালে মিশে যাবে “গাজা মেট্রো”?অকেজো হয়ে যাবে হাত-পা, হামাসের জীবন নরক করে দিতে হুল ফোটালো ইহুদী ভূমি। কতটা ভয়ানক পেন্টাগনের সুপার উইপন বাঙ্কার বাস্টার? যুক্তরাষ্ট্রের কোন স্যুটকেসে লুকোনো থাকে এই বইএলইউ? মাটি ভেদ করে কিভাবে ফিট করবে আইডিএফ? যুক্তরাষ্ট্রের অ্যাসেট পেল ইসরাইল, এবার যুদ্ধ হবে আন্ডারগ্রাউন্ডে মাদার অফ অল বম্ব। যুক্তরাষ্ট্রের বাঙ্কার বাস টার কি কাঁপিয়ে দেবে গোটা পৃথিবীকে? নিশ্চিহ্ন হয়ে যাবে গাজা?হামাসের কাছে এক একটা সেকেন্ড দামী। আইডিএফ পাল্টা হামলার সুযোগটুকু দেবে না। ইজসরায়েলের বিরুদ্ধে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহারের অভিযোগ ঘিরে তোলপাড়।

গাজ়ায় মাটির নীচে সুড়ঙ্গের ভেতর হামাসের শক্ত ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিতে এই বোমা ব্যবহার করছে আইডিএফ, দাবি করছে প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী। শোনা যাচ্ছে, পেন্টাগন ইসরাইল কে ১০০ টা বিএলইউ ১০৯ বাঙ্কার বাস্টার বোমা পাঠিয়ে দিয়েছে তলে তলে। বিএলইউ-এর পুরো কথা বম্ব লাইভ ইউনিট। যে বাঙ্কার বাস্টার বম্ব বিএলইউ-র কয়েকটি ধরন রয়েছে। বিএলইউ-১০৯ এ/বি, বিএলইউ-১০৯/বি, বিএলইউ-৮২বি/সি। ইট, পাথর, সিমেন্ট, লোহার কাঠামো যতই শক্তিশালী হোক না কেন, তা ভেদ করে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বোমার। বিএলইউ-১০৯/বি বোমা এক ইঞ্চি পুরু ইস্পাতের পাত দিয়ে মোড়ানো থাকে। বোমার ভিতরে থাকে ২৪০ কেজি ট্রিটোনাল। আমেরিকান এয়ারফোর্স এই ধরনের বোমা ব্যবহার করে। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ সহ অন্যান্য সংঘাতে যুক্তরাষ্ট্র এই বোমা ব্যবহার করেছে।

আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেনের অস্ত্রভান্ডারেও এই বোমা রয়েছে। যা গাজার গ্রাউন্ড অপারেশনে আইডিএফ এর বিরাট ভরসা। শুধু বিএলইউ বোমাই নয়, ইজ়রায়েলের বিরুদ্ধে এর আগে ফসফরাস বোমা ব্যবহারেরও অভিযোগও উঠেছিল। যে বোমা সামরিক দুনিয়ায় ‘সাদা বিষ’ নামেও পরিচিত। এই ধরনের বোমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বহু বছর আগেই। কিন্তু হামাসের সঙ্গে যুদ্ধে ইজ়রায়েলের বিরুদ্ধে তাদের ঘন জনবসতি এলাকায় এই ধরনের বোমা ফেলার গুরুতর অভিযোগ আনে প্যালেস্টাইন। গাঁজা থেকে হামাসকে মুছে দিতে বদ্ধপরিকর নেতানিয়াহু। তাই ফসফরাস বোমা ছাড়াও স্পঞ্জ বোমা ব্যবহারেরও অভিযোগ উঠেছে ইজ়রায়েলের বিরুদ্ধে। গাজ়ার নীচে হামাসের তৈরি সুড়ঙ্গের জালগুলিকে ছিন্নভিন্ন করে দিতে স্পঞ্জ বোমা ব্যবহার করছে আইডিএফ। মোদ্দা কথা, একের পর এক খতরনাক অস্ত্র ব্যবহার করে হামাসকে ঘায়েল করতে কোনো খামতি রাখছে না ইসরাইলি ফোর্স আইডিএফ।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল মার্কিন অস্ত্রের ওপরেই নির্ভর করে রয়েছে। এখানেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। বাঙ্কার বাস্টার ফসফরাস বোমা স্পঞ্জ বোমার পাশাপাশি ইসরাইলে ১৫ হাজার বোমা, ৫৭ হাজার ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল সামরিক কার্গো বিমানে করে ইসরায়েলে অলরেডি পাঠানো হয়েছে। এছাড়াও ৫ হাজারেরও বেশি আনগাইডেড এমকে ৮২ বোমা, ৫ হাজার ৪শ’রও বেশি এমকে ৮৪ বোমা, প্রায় হাজারখানেক জিবিইউ ৩৯ ক্ষুদ্র ব্যাসের বোমা এবং ৩ হাজার জেডিএএম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যা যুদ্ধবিরতির পর আইডিএফের হাত আরও বেশি শক্ত করেছে। আর হামাসের প্যালপিটিশন আরও বারছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version