ইজরায়েল-হামাস যুদ্ধ শেষের পথে! বড় চুক্তি হামাসের সঙ্গে, গাজা বিক্রি করা হবে ?

।। প্রথম কলকাতা ।।

ইজরায়েলর হামাস যুদ্ধ কি এবার শেষ? নাকি আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানইয়াহু। হামাসের সঙ্গে বড় ডিল করতে বসছে ইজরায়েল। স্বাধীন প্যালেস্টাইনের স্বপ্ন তাহলে মিথ্যে? হামাস দিল বড় ইঙ্গিত কী হতে পারে এবার? রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বছর বছর চলবে না যুদ্ধ। ইজরায়েলের হামাসের মধ্যে শুধু একটা চুক্তি হওয়াই বাকি? কি সেই চুক্তি? হামাস কি গোহারা হেরে গাজাই তুলে দেবে ইজরায়েলের হাতে? এরইমাঝে গাজার আরেক হাসপাতালে ইজরায়েলের ভয়ঙ্কর হামলার খবর।আল শিফার পর এবার গাজার ইন্দোনেশিয়া হাসপাতালেও অ্যাটাক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানাচ্ছেন ২০০ রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে বাসে করে তাঁদের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারণ ইন্দোনেশিয়ান হাসপাতালটি ইসরায়েলি সেনাবাহিনী অবরোধ করে রেখেছে।

একটু জেনে রাখা দরকার গাজার এই হাসপাতাল সম্পর্কে। গাজার উত্তরাঞ্চলে বড় হাসপাতালগুলোর একটি ইন্দোনেশিয়ান হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ গত রোববার কোনো ধরনের পূর্বসতর্কতা না দিয়ে ইসরায়েলি বাহিনী ট্যাংক নিয়ে হাসপাতালটি ঘিরে ফেলে এবং হামলা চালায়। যেখানে অলরেডি আল শিফা হাসপাতালকে মৃত্যুপুরী বলে বর্ণনা করে দিয়েছে হু। এই অবস্থায় হামাসের অন্যতম নেতা ইসমাইল হানিয়া দিলেন বড়সড় ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এই ডিল চূড়ান্ত হলে হয়ত যুদ্ধ থেমে যেতেও পারে। গাজায় হয়ত আর কোনওধরণের হামলা করবে না তেল আভিভ। শুধু হামাস নেতাই নন মার্কিন যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে এমন ডিল হচ্ছে সত্যিই হচ্ছে দুপক্ষের মধ্যে। কী সেই ডিল? হামাস ইজরায়েলর চুক্তি যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েল একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। এ চুক্তির আওতায় হামাসের হাতে আটক কিছু ব্যক্তির মুক্তি নিশ্চিত করতে পারবে ইসরায়েল।

আটক ব্যক্তিদের মুক্তি নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েল একটি চুক্তি করতে যাচ্ছে এমন খবর কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় কাতারের মধ্যস্থতাকারীরাও এক্ষেত্রে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। এর আওতায় তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস ৫০ জিম্মি বা আটক ইজরায়েলিদের মুক্তি দেবে। আর ঠিক ওই সময় গাজায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা যাবে। তবে কাতারে থাকা হামাস নেতা ইসমাইল হানিয়ার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ হতে হবে পাঁচ দিন কিন্তু তারপর কি? যু্দ্ধবিরতি পাওয়া মানেই তো ফের সংগঠিত হয়ে হামাসের জোর বাড়ানোর প্ল্যান তাহলে ইজরায়েল কি সেই সুযোগ দেবে নাকি?

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরাহমান আল–থানি জানিয়েছেন চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের অনড় ও বিরোধপূর্ণ অবস্থান অনেকটাই কমেছে। এবার দেখার ফাইনালি কোন শর্তে ইজরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। তবে তাতে সত্যি যুদ্ধ থামবে কিনা তা এই মূহুর্তে জোর দিতে বলা যাচ্ছে না এমনটাই দাবি যুদ্ধ বিশেষজ্ঞদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version