।। প্রথম কলকাতা ।।
Imran Khan: রবিবার তোশাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরে জামান পার্কের বাসভবনে পৌঁছেছে ইসলামাবাদ পুলিশ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি এখন কেবল সময়ের অপেক্ষা। বারবার আদালতে হাজির না হওয়ার কারণে তোশাখানা মামলায় একটি দায়রা আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এমনটাই জানিয়েছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিও নিউজ জানিয়েছে।
এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলীয় কর্মীরা ইমরান খানের সম্ভাব্য গ্রেফতারি ঠেকাতে তার বাসভবনে উপস্থিত হয়েছে। সেখানে তারা বিক্ষোভ দেখতে থাকে। স্লোগান তোলে ‘আগে আমাদের ধরো, তারপর নেতার কথা ভাবো।” সূত্র জিও নিউজকে জানিয়েছে যে সমস্ত আইনি প্রয়োজনীয়তা পূরণের পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে।
ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা নামক রাষ্ট্রীয় ডিপোজিটরি থেকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ আনা হয়েছিল। গত সপ্তাহে তিনি এই মামলায় শুনানির জন্য হাজির হওয়ার কথা থাকলেও হাজির হননি। তার আইনজীবীরা বলেছিলেন যে তারা পরোয়ানা বাতিলের জন্য আদালতে যাবেন কারণ তিনি দিনের বেলা তিনটি আদালতে যাওয়ার পরে শুনানির জন্য উপস্থিত হতে বিলম্ব করেছিলেন।
গ্রেফতারি পরোয়ানায় ইমরান খানকে হেফাজতে নেওয়ার পর ৭ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের মহাপরিদর্শক আজ ইমরান খানের গ্রেফতার নিশ্চিত করার জন্য একটি আদেশ জারি করেছেন।
এদিন দায়রা আদালতের গ্রেফতারি পরোয়ানার ফরমান হাতে নিয়েই লাহোরে ইমরানের বাসভবনে পৌঁছায় ইসলামাবাদ পুলিশের একটি দল। তাদের সহায়তা করতে এগিয়ে আসেন লাহোর পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত ইমরানের ধারেকাছেও পৌঁছতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পথে যাঁরা বাধা তৈরি করবেন, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে লাহোরের পথে প্রতিবাদে নেমেছে পিটিআই। তাদের দাবি ইমরান খানকে অন্যায়ভাবে গ্রেফতার যাবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম