খালিস্তানিদে সঙ্গে ISI গোপন মিটিং! প্ল্যান K রহস্য ফাঁস, দিল্লি ফুঁসছে

।। প্রথম কলকাতা ।।

খালিস্তানিদের সঙ্গে ISIর গোপন বৈঠক। ISI কীভাবে গাইড করত খালিস্তানিদের চমকে যাবেন জানলে। কানাডা ইস্যুতে ঘোলাজলে মাছ ধরতে নামল পাকিস্তান ISIর প্ল্যান-K আসলে কী ছিল? ভারতকে কানাডার কোনঠাসা করার চেষ্টায় উত্ফুল্ল ইসলামাবাদ কিন্তু সেই খুশির দিন এবার ঘুচল বলে পাকিস্তান ভাবছে এই তো সুযোগ অ্যাটলিস্ট তারা বাদে কোনও দেশ তো ভারতের বিরুদ্ধে গেল। আন্তর্জাতিক স্তরে বোধহয় এটাই সুযোগ দিল্লিকে জব্দ করার কিন্তু পাকিস্তান জানে না ভারত কেঁচো খুড়তে শুরু করলে কেউটে কীভাবে বের হবে। ভারতে বড় সড় নাশকতার ছক ছিল খালিস্তানীদের? তাদের রসদ জোগাচ্ছিল পাকিস্তান? ভারত-কানাডা উত্তেজনার মধ্যেই খালিস্তানিদের সঙ্গে গোপন বৈঠক কেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI র?

কীভাবে দিনের পর দিন খালিস্তানি নেতাদের উস্কে দিত ISI শুধু উস্কানি নয় ভারত বিরোধী কার্যকলাপে বড়সড় সহযোগীতা প্রকাশ্যে উঠে আসছে একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য, কিন্তু তার মধ্যে লজ্জাহীন পাকিস্তান আমেরিকায় দাঁড়িয়ে খালিস্তান ইস্যুতে কড়া ভাষায় নয়াদিল্লির নিন্দা করছে। পাক বিদেশ সচিব সাইরাস কাজির দাবি কানাডায় ভারতীয় সন্ত্রাস পাকিস্তানের কাছে বিস্ময়কর নয়। প্রধানমন্ত্রী ট্রুডো যা বলেছেন, তার মধ্যে অবশ্যই কিছু সত্যতা রয়েছে এক্ষেত্রে কূলভূষণ যাদবের ইস্যু নিয়েও ভারতকে খোঁচা দেয় পাকিস্তান কাজীর কথায়, ভারতীয় সন্ত্রাসের কথা বিশ্বের আর কেউ না জানুক পাকিস্তান জানে। দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেই কুলভূষণ যাদবকে গুপ্তচর হিসেব পাঠানো হয়েছিল।

তাহলে পাকিস্তানের কীর্তিও ফাঁস হওয়া দরকার বলছে ওয়াকিবহাল মহল। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে পঞ্জাব ভাগ করে খালিস্তান তৈরির স্বপ্ন দীর্ঘ দিন ধরেই দেখে আসছে পাকিস্তান। ISI যার নাম দিয়েছে ‘প্ল্যান K’। সূত্রের খবর, পরিকল্পনা সফল করতে গত কয়েক মাস ধরেই কানাডার বিচ্ছিন্নতাবাদীদের পিছনে বিপুল অর্থ খরচ করছে ইসলামাবাদ। সেই টাকায় ভারত বিরোধী স্লোগান দিতে লোক ভাড়া করছে খালিস্তানপন্থীরা। তাছাড়া ছাপানো হয়েছে পোস্টার-ব্যানারও। জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে কানাডায় ২০ জন খালিস্তানি গ্যাংস্টার গা ঢাকা দিয়ে রয়েছে। কয়েকদিন আগেই এদের মধ্যে ন’জনের নাম ট্রুডো সরকারকে দেয় নয়াদিল্লি, তবে এই ব্যাপারে অটোয়ার তরফে কোনও উৎসাহ দেখানো হচ্ছে না বলে উঠেছে অভিযোগ।

এদিকে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি ভারতকে হিন্দুত্ববাদী ও সন্ত্রাসদের দেশ বলে উল্লেখ করেন। তাঁর দাবি কানাডার এটা অনেক বড় অভিযোগ ভারতের কীর্তিকলাপ গোটা বিশ্বের কাছে ফাঁস হয়ে গিয়েছে। আর কতদিন আন্তর্জাতিক ও পশ্চিমের বন্ধুরা ভারতের এই ধরনের বেআইনি কাজ দেখে চোখ বন্ধ করে থাকবেন? প্রশ্ন উঠছে এবার পাল্টা পাকিস্তান ও আইএসআইর কুকীর্তি বিশ্বের সামনে ফাঁস করে দিলে মুখ লোকানোর জায়গা পাবে তো পাকিস্তান? ভুল টাইমিংয়ে ভারতের সঙ্গে ভিড়ছে ইসলামাবাদ ফলাফল যে ভালো হবে না সেটা অনুমান করছেন বিশ্লেষকেরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version