Parenting Tips: বাড়িতে রয়েছে ২-৪ বছরের সন্তান ? এই খাবারগুলি কিন্তু ভুলেও দেবেন না

।। প্রথম কলকাতা ।।

Parenting Tips: বাচ্চাদের সাধারণত এমন খাবার খাওয়ানোর চেষ্টা করা হয় যা থেকে তাঁরা সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে পারে। তবে অনেক অভিভাবক মনে করেন বাচ্চার যদি কোন কিছুতে অ্যালার্জি (Allergy) না থেকে থাকে তাহলে তাকে অল্পবিস্তর সবকিছুই খাওয়ানো যেতে পারে। এই ধারণা একেবারেই ভুল। নির্দিষ্ট বয়স অনুযায়ী তাকে খাবার খাওয়ানো উচিত। আর বাড়িতে যদি থাকে দুই থেকে চার বছর বয়সের বাচ্চা (Child) তাহলে অবশ্যই তাকে খাবার খাওয়ানোর আগে ইতিবাচক এবং নেতিবাচক দুই চিন্তাই করে নেওয়া ভালো।

অনেক বাবা- মাই নিজেদের ধ্যান-ধারণা অনুযায়ী বাচ্চাদের খাবার (Food) খাওয়াতে শুরু করেন। এক বছর বয়স হওয়া মাত্রই ফ্যাট ফ্রি বা লো ফ্যাট দুধ খাওয়াতে শুরু করেন। কারণ তাদের দৃঢ় বিশ্বাস ফ্যাট মানেই খারাপ জিনিস। চিকিৎসকরা সাধারণত শিশুদের লো ফ্যাট বা ফ্যাট ফ্রি (Fat Free) খাবার তখন খাওয়াতে বলেন যখন তাদের ওজন খুব দ্রুত হারে অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করে। কিন্তু আপনার শিশুর যদি স্বাভাবিক বৃদ্ধি থাকে তাহলে এইভাবে তাঁর খাবার কখনই বদলে দেবেন না। এছাড়াও আরও কিছু খাবার রয়েছে যেগুলি ওই বয়সী বাচ্চাদের দেওয়া উচিত নয়।যেমন:

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version