Suvendu Adhikari: নবান্নের ১৪ তলায় বৈঠকে আমন্ত্রণ শুভেন্দু অধিকারীকে, সাড়া কি দেবেন বিরোধী দলনেতা?

।। প্রথম কলকাতা।।

নবান্নের ১৪ তলায় বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(suvendu Adhikari)। মানবাধিকার কমিশনের সদস্যদের নাম ঠিক করতে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানিয়েছে নবান্ন। এর আগে ৪ ডিসেম্বর প্রথমে বৈঠকের দিন ধার্য করা হলেও , পরে সেই দিনক্ষণ পরিবর্তন করে, করা হয় ১৪ ডিসেম্বর। জানা গেছে, নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠক হবে। রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য পদের জন্য তিনটি আবেদন জমা পড়েছে। তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত আমলা বাসুদেব বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারক পার্থসারথি মুখোপাধ্যায় ও অবসরপ্রাপ্ত পুলিশকর্তা অধীর শর্মা। খবর মিলেছে,বাসুদেব বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকা পালন করেছেন। এছাড়াও পূর্ব অভিজ্ঞতা রয়েছে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর ।

রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত এই বৈঠকে শুভেন্দুকে আমন্ত্রণ জানানো হলেও সূত্রের খবর, সাসপেনশন ও দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক তিনি বয়কট করতে চলেছেন! বৈঠকের স্থান পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, বৈঠকের জায়গা ঠিক হয়েছিল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে। পরে রাজ্যের বিরোধী দলনেতাকে নবান্নের তরফে ওই বৈঠকের স্থান এবং সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে, বৈঠকের স্থান বদলালেও শুভেন্দু ওই দিন নবান্নে হাজির হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলনেতা নিজে জানিয়েছেন, বৈঠকের আগেই তিনি নিজের অবস্থান জানাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version