Job Cut: ইন্টেলের কর্মী ছাঁটাই শুরু! হাজার হাজার জনকে বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছে

।। প্রথম কলকাতা।।

Job Cut: সারা বিশ্বজুড়ে একের পর এক কোম্পানি তার লোকেদের ছাঁটাই করার ঘোষণা করছে। ইতিমধ্যেই বেশকিছু সংস্থা কয়েকশো থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। ‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার ইন্টেল তার কর্মী ছাঁটাই শুরু করেছে। হাজার হাজার কর্মচারীকে তিন মাসের জন্য বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে সংস্থা। রিপোর্ট অনুযায়ী, ক্যালিফোর্নিয়া থেকে এই কাজ শুরু করেছে ইন্টেল। উল্লেখ্য, বিস্তৃত খরচ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে কমপক্ষে ২০০ কর্মী ছাঁটাই করেছে সংস্থা।

‘ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট এবং রেস্ট্রেইনিং নোটিফিকেশন’ অনুসারে ১১১ জন কর্মচারীকে ক্যালিফোর্নিয়ার Intel’s Folsom-এ ছাঁটাই করা হবে। এছাড়া আরও ৯০ জন কর্মচারীকে Santa Monica থেকে বরখাস্ত করা হবে। CRN রিপোর্ট করেছে, ইন্টেল ক্যালিফোর্নিয়ায় ছাঁটাই শুরু করেছে কমপক্ষে ২০১ কর্মী দিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, যেখানে কোম্পানির সদর দফতর সেখান থেকে ৯০ জন কর্মচারীকে যেতে বলা হবে।

অক্টোবরে ইন্টেল স্বল্পমেয়াদে বার্ষিক ৩ বিলিয়ন এবং ২০২৫-এর শেষ নাগাদ ৮-১০ বিলিয়ন অপারেশন ও সেলস ডিপার্টমেন্ট থেকে কমিয়ে ‘Human Costs’ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। মেটা, ট্যুইটার, সেলসফোর্স, নেটফ্লিক্স, সিসকো, রোকু এবং অন্যান্য কোম্পানিগুলি ব্যাপকভাবে কর্মচারী ছাঁটাইতে নেমেছে। বিশ্বব্যাপী মন্দার মাঝে স্পেকট্রাম জুড়ে আরও বেশি সংখ্যক কোম্পানি কর্মীদের ছাঁটাই করছে। বিশ্বব্যাপী অন্ততপক্ষে ৮৫৩টি প্রযুক্তি কোম্পানি এখনও পর্যন্ত প্রায় ১৩৭,৪৯২ কর্মী ছাঁটাই করেছে এবং মন্দার বাজারে এই সংখ্যা কেবল বাড়ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version