New Airport Service: প্লেনের টিকিটের বদলে দর বাড়বে আঙুলের ছাপের! আসছে নয়া পদ্ধতি

।। প্রথম কলকাতা।।

New Airport Service: কখনও ফেস স্ক্যানার আবার কখনও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে কর্মচারীদের সনাক্ত করা হয়। সে ক্ষেত্রে তাদের আইডেন্টিটি কার্ডের কাজ করে এই বায়োমেট্রিক ( Biometric) স্ক্যানার পদ্ধতি। তবে এবার প্লেন যাত্রাতেও একই রকম ভাবে প্রাধান্য পেতে চলেছে আঙুলের ছাপ। বিমানবন্দরে পৌঁছানোর পরে শুধুমাত্র আঙুলের ছাপ মিলে গেলেই যাত্রীকে ঢুকতে দেওয়া হবে বিমানবন্দরে। চেকিং করার সময়ও যাত্রীর পরিচয়পত্র হয়ে উঠতে পারে আঙুলের ছাপ ( Finger Print)।

ভারতের প্রত্যেক বাসিন্দারই রয়েছে আধার কার্ড ( Aadhar Card) । সেই আধার কার্ড তৈরি করার সময় আঙুলের ছাপ সহ চোখ স্ক্যান করা হয়েছিল। সেই তথ্যগুলি বর্তমানে সরকারের খাতায় সুরক্ষিত আছে। এবার সেই তথ্যগুলিকে কাজে লাগানোর পরিকল্পনা করছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তাদের তরফ থেকে জানানো হয়েছে, এবার কোন যাত্রী যদি বিমানের টিকিট কাটেন তখন তাকে আধার কার্ডের নম্বর দিতে হবে। আর সেই নম্বর তাঁর টিকিটের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হবে । অর্থাৎ বিমানবন্দরে ( Airport) খুব সহজেই ওই যাত্রী সম্পর্কিত সমস্ত তথ্য উপস্থিত থাকবে।

এই পদ্ধতি সম্পূর্ণভাবে চালু হলে একদিকে যেমন যাত্রীদের ঝক্কি কমবে তেমনি বিমানবন্দর ও বিমান সংস্থাগুলির কাজও অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও কোন যাত্রী যদি নথিপত্র জাল করে বিমানযাত্রার স্বাদ নিতে চায় তাহলে তাকেও আটকানো সম্ভব হবে। কিন্তু আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে এই পরিষেবা এখনও পর্যন্ত চালু হয়নি। এটা কেবলমাত্র ভারতের মধ্যে কোন জায়গায় যাতায়াত করার জন্যই প্রযোজ্য। আর পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি বর্তমানে ব্যবহার করছে শুধুমাত্র হায়দ্রাবাদ বিমানবন্দর ( Hyderabad Airport)। আগামী দিনে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী অন্যান্য বিমানবন্দর গুলিতেও এই পদ্ধতি অবলম্বন করা হবে এমনটাই আশা রাখা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version