12 হাজারের নিচে Infinix Hot 20 5G ফোন, জবরদস্ত ব্যাটারির সাথে 7GB Ram

Infinix Hot 20 5G Smartphone: বৃহস্পতিবার ভারতে দুটি নতুন ৫জি স্মার্টফোন লঞ্চ করল Infinix। 7GB Ram এর সঙ্গে 6000mAh এর বিরাট ব্যাটারি প্যাক রয়েছে ফোনে। একবার চার্জ দিলে চলবে অনেকদিন। ক্যামেরাতেও তুখড় ফিচার্স।

।। প্রথম কলকাতা ।।

এখন সবার হাতে 5G স্মার্টফোন। ধীরে ধীরে অনেকেই আপগ্রেড করছে নিজেদের ফোন। বাজারে লঞ্চ হচ্ছে একের পর এক মোবাইল। তবে অনেকের কাছেই পথের কাঁটা বাজেট। সেই সমস্যা সমাধানে মাঠে নামলো Infinix। বাজেট মূল্যের এদিন তারা লঞ্চ করল Infinix Hot 20 সিরিজ। এই সিরিজের অধীনে লঞ্চ হয়েছে দুটি স্মার্টফোন। যাতে মিলবে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। সঙ্গে লং লাস্টিং পারফর্মেন্স ও গেমিংয়ের জন্য 7GB Ram এর বিকল্প। চলুন একনজরে এই দুই স্মার্টফোনের স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 20 সিরিজের স্পেকস

এই সিরিজের অধীনে দুটি হ্যান্ডসেট একটি Infinix Hot 20 5G এবং Infinix Hot 20 Play। Infinix Hot 20 5G এর যদি কথা বলি, তাহলে এতে রয়েছে 6.6 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, প্রসেসর MediaTek Dimensity 810 যা 4GB Ram ও 64GB স্টোরেজ প্রদান করে। তবে 3GB পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল Ram বাড়ানোর সুযোগ রয়েছে। ঠিক তেমনই মাইক্রো SD কার্ড দ্বারা সম্প্রসারণ করা যাবে ইন্টার্নাল স্টোরেজ। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,000mAh এবং এটি Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। ক্যামেরা রয়েছে ব্যাকে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল।

 

আরও পড়ুন : Best 5G Phones: 20 হাজার টাকার নিচে সেরা পাঁচ 5G স্মার্টফোন! সবাই কিনছে, দারুণ ফিচার্স

 

অপরদিকে Infinix Hot 20 Play ফোনেও ডিসপ্লে 6.6 ইঞ্চি ফুল HD+, প্রসেসর MediaTek G37 যা 4GB Ram ও 64GB অনবোর্ড স্টোরেজের পরিষেবা দেয়। এটিতে Ram বাড়িয়ে নিতে পারবেন। এই স্মার্টফোন চলে Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। ব্যাটারি রয়েছে 6000mAh। ক্যামেরার ক্ষেত্রে এটির ব্যাকে উপস্থিত 13 মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

Infinix Hot 20 5G এবং Infinix Hot 20 Play ফোনদুটির দাম ও প্রাপ্যতা

Infinix Hot 20 5G এর দাম রয়েছে 11,999 টাকা। এটি রঙের ক্ষেত্রে ব্লাস্টার গ্রিন, রেসিং ব্ল্যাক এবং স্পেস ব্লু রঙে উপলব্ধ। এই স্মার্টফোনটির সেল শুরু হবে ৯ ডিসেম্বর তারিখ থেকে। এ ছাড়া Infinix Hot 20 Play স্মার্টফোনের দাম ধার্য করা হয়েছে 8,999 টাকা। অরোরা গ্রিন, ফ্যান্টাসি পার্পল, লুনা ব্লু এবং রেসিং ব্ল্যাক এই চারটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। এটির সেল শুরু হবে ডিসেম্বর ৬ তারিখ থেকে। উভয় স্মার্টফোনেরই সেল শুরু হবে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে।

Exit mobile version