Padma Bhushan: পদ্মভূষণ পেলেন শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করলেন পদ্ম পুরস্কার

।। প্রথম কলকাতা ।।

 

Padma Bhushan: বুধবার আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লাকে (Kumar Mangalam Birla) ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত পদ্ম পুরস্কার অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) কে এম বিড়লাকে এই পুরস্কার প্রদান করেন। কুমার মঙ্গলম বিড়লাকে বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য পদ্মভূষণে ভূষিত করা হয়।

তিনি এখন তার পরিবারের চতুর্থ সদস্য যিনি পদ্ম পুরস্কার পেয়েছেন। কুমার মঙ্গলম বিড়লার আগে, তাঁর মা রাজশ্রী বিড়লা এবং দাদা বসন্ত কুমার বিড়লাকে পদ্মভূষণ এবং তাঁর প্রপিতামহ ঘনশ্যাম দাস বিড়লাকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল। পদ্মভূষণ প্রাপ্তির পরপরই এই শিল্পপতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় সম্মান পাওয়া খুবই সম্মানের।

কুমার মঙ্গলম বিড়লা বলেছেন, “জাতি গঠন এবং বিশ্বস্ততার চেতনা প্রজন্ম ধরে আমার পরিবারকে পরিচালিত করেছে। আর তাই, এই জাতীয় সম্মান পাওয়া সত্যিই সম্মানজনক। আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে এই মর্যাদাপূর্ণ সম্মানের জন্য ধন্যবাদ জানাই যা আমি ৩৬টি দেশের আমার ১৪০,০০০ সহকর্মীর পক্ষ থেকে গ্রহণ করছি।”

এই বছরের শুরুতে পদ্ম পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছিল। ঘোষণার কয়েকদিন পর, আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্মীরা কুমার মঙ্গলম বিড়লাকে অভিনন্দন জানিয়ে বিশাল কেক, আতশবাজি এবং ব্যানার নিয়ে তাদের চেয়ারম্যানের জন্য একটি উদযাপনের আয়োজন করে।

Exit mobile version