ইন্ডিয়া জোটে দ্বন্দ্বের ইঙ্গিত! মোদীই কি সত্যিটা বলে দিলেন? বিরোধিতার লেভেল বাড়ছে

।। প্রথম কলকাতা ।।

নরেন্দ্র মোদীর রাজনীতির তীরে এখন থেকেই বিদ্ধ বিরোধী জোট ইন্ডিয়া। জোটের অন্দরে গন্ডগোলের আভাস রাহুল গান্ধীকে নিয়েই। যা তুলনা করলেন তা নিয়ে দিল্লির রাজনীতিতে তুলকালাম। ২০২৪শে বিজেপির সামনে টিকবে তো জোট? কী মনে হয় আপনাদের। যবে থেকে ২৬ টা বিরোধী দলের জোট করেছে এবং এ জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া কার্যত তারপর থেকে লাগাতার মোদীবাণে বিরোধীরা বিদ্ধ। অনেকেই বলছেন এবার জোটের ভিতরে জোর দ্বন্দ্ব লাগতে পারে। রাহুল গান্ধী মোদী পদবী মামলায় সুপ্রিম কোর্টের থেকে স্বস্তি পেতেই রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক সম্ভাবনা তত্ত্ব উঠে আসছে। এবার কী তাহলে ইন্ডিয়া জোটেই প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতে পারে।

হবে না এমনটা বাজি রেখে কেউ বলতে পারছে না৷ তবে তার আগেই বিরোধীদের মোরাল ডাউন করতে ফের ফর্মে মোদী বিরোধী জোটের পোশাকি নেম ইন্ডিয়াকে বদলে ঘমন্ডিয়ার করার পরামর্শ প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার বিহারের জোটসঙ্গীদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী পরামর্শ দেন যে বিরোধী জোটকে ‘ইন্ডিয়া’ বলে না ডেকে ‘ঘামান্ডিয়া’ বলে ডাকা হোক। যার বাংলা তর্জমা ‘অহংকারী’। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী জোটেরও প্রধান শরিক কংগ্রেস। মনে করা হচ্ছে, কংগ্রেসের কথা বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রী এই শব্দটি বাছাই করেছেন। এবার ইন্ডিয়া জোট এর পাল্টা কি দেয় সেটাই দেখার।

নমো কেন এমনটা বললেন তার কারণ খুঁজতে গেলে কয়েকটা দিন পিছনে যেতে হয়। যেখানে নমো বলছেন, “ওঁরা ইউপিএ থেকে নাম পরিবর্তন করে ইন্ডিয়া করেছে এটা লুকানোর জন্য যে গরিবদের কীভাবে প্রতারিত করেছে। ইন্ডিয়া নামটা দেশাত্ববোধ দেখানোর জন্য নয় বরং দেশকে লুট করার উদ্দেশ্য নিয়ে রাখা হয়েছে”। অবশ্য কটাক্ষ বা তীরস্কার যে একতরফা বিজেপি বা মোদী করছে তেমনটা তো নয়। মণিপুর নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী জোট ‘INDIA’-র এক প্রতিনিধি দল। রাষ্ট্রপতি যাতে মণিপুর নিয়ে হস্তক্ষেপ করেন দেওয়া স্মারকলিপিতে আবেদন করা হয়েছে। সেই তালিকায় সঙ্গে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী যাতে সংসদে বিবৃতি দেন তারও আবেদন জানানো হয়েছে বিরোধী জোটের তরফে। এমনকি সবথেকে বড় আঘাত যখন নরেন্দ্র মোদী বলেন জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের নামেও তো ‘ইন্ডিয়া’ আছে। বিশেষজ্ঞদের দাবি, নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী কিন্তু শুধু বিরোধীদের বিরোধিতাই করছেন না সেইসঙ্গে রীতিমত ভোকাল টনিক দিচ্ছেন দলের নেতাদের। কী করতে হবে আর কোনটা একেবারেই নয়। মোদীর কথা অক্ষরে অক্ষরে মেনে চলা হবে ২০২৪র প্রস্তুতিতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version