Vande Bharat Trial Run : ঝড়ের গতিতে রাজ্যে বন্দে ভারতের ট্রায়াল রান, বছর শেষেই কি শুভ উদ্বোধন ?

।। প্রথম কলকাতা ।।

Vande Bharat Trial Run : রবিবার অর্থাৎ বড়দিনে বাংলায় এসে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস ( Vamde Bharat Express)। এর পরীক্ষামূলক যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তা শুরু হল সপ্তাহের একেবারে প্রথম দিনে। পূর্ব রেল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (Howrah to NJP) পর্যন্ত চালালো বন্দে ভারত এক্সপ্রেস। যার গতি রীতিমতো হতবাক করে দেয় স্টেশনে থাকা যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বন্দে ভারতের ট্রায়াল রানের বেশ কিছু টুকরো টুকরো ভিডিও ছড়িয়ে পড়েছে। উদ্বোধন হওয়ার আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রায়াল রান (Trial Run) চলবে বলে জানানো হয়েছে পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষের তরফ থেকে।

জানা যায়, সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-বর্ধমান কর্ড লাইন ধরে ছুটতে থাকে ঝড় তোলা গতিতে। যদিও সোমবার হাওড়া থেকে এটি সেমি হাই স্পিডেই ছাড়ে । জানা যায় হাওড়া বর্ধমান কর্ড লাইন হয়ে বোলপুর, রামপুরহাট দিয়ে বেরিয়ে যায় এই এক্সপ্রেস ট্রেনটি। সম্ভবত ট্রায়াল রানের সময় বন্দে ভারত এক্সপ্রেসের গতিবেগ ছিল প্রায় ঘন্টায় ১৩০ কিলোমিটার। যেদিন থেকে হাওড়া থেকে এনজিপি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের খবর সামনে এসেছে তখন থেকেই আমজনতার মধ্যে উন্মাদনা কয়েকগুণ বেড়ে গিয়েছে।

এই ট্রায়াল রানের একটি সূচি তৈরি করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে বন্দে ভারত এক্সপ্রেস নেবে ৭ ঘন্টা ৩০ মিনিট। মূলত ৫৭০ কিলোমিটার এই দীর্ঘ পথ অতিক্রম হবে ৮ ঘণ্টারও কম সময়ে। দুপুর ১: ২৫ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়িতে গিয়ে উপস্থিত হবে। আর তারপর ফের তিনটে পাঁচ মিনিটে জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এদিন হাওড়া বর্ধমান কর্ড লাইনে বন্দে ভারত এক্সপ্রেস যাওয়ার সময় একাধিক স্টেশনে থাকা বহু যাত্রীরা ক্যামেরাবন্দি করেন সেই মুহূর্ত।

জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের জন্য একাধিক সুবিধাজনক পরিষেবা রয়েছে। যেমন ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ পরিবেশন করা হবে ট্রেনে। রয়েছে চা-স্ন্যাক্সের ব্যবস্থা। মূলত এই এক্সপ্রেস ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি চেয়ার কার কোচ রয়েছে। এছাড়াও রয়েছে ইকোনোমি এবং এক্সিকিউটিভ ক্লাস। জানা গিয়েছে এই এক্সিকিউটিভ ক্লাসের চেয়ারগুলি সম্পূর্ণ ১৮০° পর্যন্ত ঘুরতে পারে । অর্থাৎ হাওড়া থেকে এনজিপি রুটের বন্দে ভারত এক্সপ্রেস খানিকটা রাজ্যবাসীর কাছে স্বপ্নের সফর হতে চলেছে। সবদিক ঠিক থাকলে সম্ভবত ডিসেম্বরের ৩০ তারিখে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে। যদিও এই উদ্বোধন নিয়ে কোন সরকারি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version