50 years of Project Tiger: ২০২২ সালে ভারতের বাঘের সংখ্যা ৩,১৬৭, গর্বিত প্রধানমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

50 years of Project Tiger: রবিবার মাইসুরুতে ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি মেগা ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন বন্দিপুর টাইগার রিজার্ভে (Bandipur Tiger Reserves) পৌঁছান প্রধানমন্ত্রী। তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করেন, যা ভারতের শীর্ষ বাঘের অভয়ারণ্যের মধ্যে স্থান করে নেয়। পাশাপাশি প্রধানমন্ত্রী থেপাকাদু হাতি ক্যাম্পে হাতিদের নিজের হাতে খাওয়ান। থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে এলিফ্যান্ট হুইস্পারার্স খ্যাত দম্পতি বোম্যান এবং বেলির সঙ্গে দেখা করেন তিনি।

প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ‘বাঘ’কে দাঁড়িয়ে অভিবাদন জানান। মাইসুরুতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০২২ সালের হিসাবে ভারতের বাঘের সংখ্যা ৩,১৬৭। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রজেক্ট টাইগার বড় বিড়ালদের সুরক্ষা ও সংরক্ষণে পথ দেখায়। প্রকৃতিকে রক্ষা করা ভারতীয় সংস্কৃতির অংশ। প্রজেক্ট টাইগারের সাফল্য শুধু ভারতের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য গর্বের বিষয়।”

তথ্য অনুযায়ী, বাঘের সংখ্যা ২০০৬ সালে ১,৪১১, ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ১,৭০৬, ২০১৪ সালে ২,২২৬, ২০১৮ সালে ২,৯৬৭ এবং ২০২২ সালে ৩,১৬৭ ছিল। ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অধিবেশনে, প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স’ও চালু করেন, যা বাঘ এবং সিংহ সহ বিশ্বের সাতটি বড় বিড়াল সুরক্ষা এবং সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে। তিনি আগামী ২৫ বছরে বাঘ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে ‘অমৃত কাল কা টাইগার ভিশন’ একটি পুস্তিকাও প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে এবং একই সময়ে বিশ্বের বাঘের জনসংখ্যার ৭৫ ভারতে রয়েছে।” মোদী বলেন, “আমরা সবাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক প্রত্যক্ষ করছি, প্রজেক্ট টাইগারের ৫০ বছর। ভারত শুধু বাঘকে রক্ষা করেনি বরং এটিকে বিকাশের জন্য একটি চমৎকার ইকোসিস্টেমও দিয়েছে। আমরা বাস্তুশাস্ত্র ও অর্থনীতির মধ্যে দ্বন্দ্বে বিশ্বাস করি না, তবে তাদের সহাবস্থানকে গুরুত্ব দিই।

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত এমন একটি দেশ যেখানে প্রকৃতি রক্ষা করা সংস্কৃতির একটি অংশ। এই কারণেই, বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের অনেক অনন্য সাফল্য রয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম এশিয়াটিক হাতির পরিসরের দেশ। আমরাই বিশ্বের একমাত্র দেশ যেখানে এশিয়াটিক সিংহ রয়েছে।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version