ভারতের মাটিতে আকাশছোঁয়া সোনার ভাণ্ডার! রহস্যময় ভবনে উড়বে টাকা ? বড় ঝটকা যুক্তরাষ্ট্রের

।। প্রথম কলকাতা ।।

বিশাল সোনার ভান্ডার ভারতের এই অফিস বিল্ডিং? ৩৫ লক্ষ স্কোয়ার ফিট জুড়ে উড়বে শুধু টাকা? কোথায় কিভাবে বেড়ে উঠছে আমেরিকা পার্ট টু? ভারতের মাটিতে ঘটতে যাচ্ছে বড় কিছু। গগনচুম্বী এই ভবনে কী কী ঘটবে?
মুম্বাইয়ের মুকুট ছিনিয়ে নিলো কলকাতা। রাশি রাশি টাকার ডিল, পাহাড় সমান রহস্যের আধার এতো বড় ভবন। এখানে টাকা কথা বলবে। এই নকশা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাক লেগে যাবে গোটা বিশ্বের। লাখ লাখ ব্যবসায়ীর “ওয়ান স্টপ ডেস্টিনেশন”? পূর্ব ভারতের মাটিতে যে ইমারত তৈরি হচ্ছে সেটাতেই লুকিয়ে যত রহস্য। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবার কলকাতার বুকে। যেখানে কারি কারি টাকা উড়বে। কাজ পাবে ৩০ হাজার মানুষ। ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এটা সপ্তম শাখা। পূর্ব ভারতে এটাই প্রথম ব্রাঞ্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যাকে বলে গ্র্যান্ড আয়োজন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা তৈরি হবে সল্টলেকের ‘নবদিগন্ত ইন্ড্রাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’ এলাকায়। ৩৫ লক্ষ বর্গ ফুট জমির উপর তৈরি হবে আকাশচুম্বি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবন। এই কাজে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা।

কলকাতার রূপ বদলে যাচ্ছে। আমেরিকার ছায়ায় তৈরি হচ্ছে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের এই শাখা। ২১ মার্চ মউ স্বাক্ষরিত হয়ে গেছে। কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। এই সেন্টারের ফলে বাংলায় পা রাখবে বড় বড় বহুজাতিক সংস্থা। বাণিজ্যিক দিক দিয়ে বাংলা আরও অনেক বেশি এগিয়ে যাবে। বিশ্বের দরবারে কলকাতার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আন্তর্জাতিক স্তরে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে তিলোত্তমা। বাণিজ্য ক্ষেত্রে আরও উন্নতি ঘটবে। রাজ্যের সার্বিক ব্যবসায় রেভিনিউ বৃদ্ধি পাবে। বিদেশি লগ্নিকারীরা লগ্নির ক্ষেত্রে আরও বেশি আগ্রহ দেখাবে। ছোট ও মাঝারি সংস্থাগুলিও উপকৃত হবে। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ব্যবসার আধুনিকীকরণে কি ভূমিকা পালন করবে সেটা জানাও খুব ইম্পর্টেন্ট। দেশে বিদেশে লগ্নি বাড়বে। আন্তর্জাতিক সংস্থার পরামর্শে আরও উন্নতমানের ব্যবসা জন্ম নিতে পারবে। বিশ্ববাজারের সঙ্গে সরাসরি যোগ থাকায় ডিট্রিবিউশন খরচ কমবে। অত্যাধুনিক মানের ট্রেনিং পাওয়ায় কর্মীদের কাজের ধরন আরও আধুনিক হবে।

যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে এত কথা তার বৃত্তান্ত টা একবার জেনে নিন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন একটি বানিজ্য সংস্থা। এর সদর দফতর নিউ ইয়র্কে অবস্থিত। বর্তমানে ১০০ টিরও বেশি দেশে ৩৩০টিরও বেশি শাখা রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের। ভারতের সবচেয়ে পুরানো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি রয়েছে মুম্বইতে।
তাছাড়া দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, নয়ডা ও পুণেতে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই আবহে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরির জন্য কলকাতাকেই বেছে নিয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আধিকারিকরা। খুলতে চলেছে প্রথম শাখা। যা পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও বেশি মজবুত করবে বাকি দেশ ও বিশ্বের মত ওয়াকিবহাল মহলের। আগামী কয়েক বছরে শহর কলকাতাতে মাথা উঁচু করে দাঁড়াতে চলেছে এই ভবন। কলকাতার সহ বাংলার জন্য এটা বিরাট বড় একটা অ্যাডভান্টেজ। একটা ইতিবাচক ব্যাপার।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version