Captain Shaliza Dhami: ভারতের নতুন ইতিহাস, ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের নেতৃত্বে এক জন মহিলা

।। প্রথম কলকাতা ।।

Captain Shaliza Dhami: ভারতীয় বায়ু সেনার ইতিহাসে এই প্রথম। নয়া দায়িত্ব এক মহিলার হাতে। এই প্রথম ভারতীয় বায়ুসেনায় কমব্যাট ইউনিটকে কমান্ড দেবেন একজন মহিলা। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। দায়িত্বপ্রাপ্ত এই গ্রুপ ক্যাপ্টেন হলেন শালিজা ধামি (Shaliza Dhami)। গ্রুপ ক্যাপ্টেন হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে পশ্চিম সেক্টরের দায়িত্ব। এর আগেও দেখা গিয়েছিল মেডিক্যাল স্ট্রিমের বাইরে বিভিন্ন ইউনিটে বায়ু সেনার অফিসার হিসেবে মহিলাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কমব্যাট ইউনিটের ক্ষেত্রে তা হয়নি। এবার হল। এই প্রথম কোন মহিলা কমব্যাট ইউনিটকে কমান্ড দেবেন।

ভারতীয় আকাশসীমায় যদি শত্রুরা কুনজর দেয়, সেক্ষেত্রে সম্মুখ সমরে নেতৃত্ব দেবেন শলিজা ধামি। তিনি ২০০৩ সালে ভারতীয় বায়ু সেনায় যোগ দেন। এর আগেও প্রায় ২৮০০ ঘন্টা হেলিকপ্টার ওড়ানোর রেকর্ড করেছেন। একটা সময় ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে সামনে সারিতে অফিসার হিসেবে পুরুষদের দেখা যেত। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শালিজা ধামি। প্রতিরক্ষা বিভাগে এখন নারী শক্তির জয়জয়কার।

‘এবিপি নিউজ’ (হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ ক্যাপ্টেন ধামি ২০০৩ সালে হেলিকপ্টার পাইলট হিসাবে নিযুক্ত হন। তিনি একজন যোগ্য ফ্লাইং ইন্সট্রাক্টর। তিনি পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীতে গ্রুপ ক্যাপ্টেনের পদ একজন সেনা কর্নেলের সমতুল্য। শালিজার জন্ম পাঞ্জাবের লুধিয়ানার শহীদ করতার সিং সারাভা গ্রামে। এখান থেকেই তিনি দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করেছিলেন। দেশের স্বাধীনতায় প্রশংসনীয় অবদান রাখা শহীদের নামে এই গ্রামের নামকরণ করা হয়েছে। শালিজার বাবা-মা সরকারি চাকরি করতেন। বাবা হরকেশ ধামি বিদ্যুৎ বোর্ডের অফিসার এবং মা দেব কুমারী জল সরবরাহ বিভাগে ছিলেন। শালিজা তাঁর প্রাথমিক শিক্ষা একটি সরকারি স্কুল থেকে করেন এবং পরে খালসা কলেজ থেকে বিএসসি করেন। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি ফ্লাইং এয়ার ফোর্সে নির্বাচিত হন। তিনি দুবার এয়ার অফিসার কমান্ডিং-ইন-চীফ কমান্ডের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে একটি ফ্রন্টলাইন কমান্ড সদর দফতরের অপারেশন শাখায় রয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version