চলতি অর্থবছরে ৭ শতাংশ হারে বাড়বে ভারতের অর্থনীতি, বৃদ্ধি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেও : RBI

।। প্রথম কলকাতা ।।

RBI Report : বিশ্বজুড়ে চিন্তার ভাঁজ ফেলেছে মুদ্রাস্ফীতি। যার কোপ এসে পড়েছে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে। এই কোপ ভারতের আর্থিক বৃদ্ধিতে কতটা প্রভাব ফেলতে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আর্থিক মহলে। তবে এর মাঝেই বেশ খানিকটা স্বস্তির খবর পাওয়া গিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।

শুক্রবার আরবিআই তাদের নভেম্বর মাসের বুলেটিনে প্রকাশ করে। সেখানে তারা জানায়, ভারতের আর্থিক পরিস্থিতি স্থিতিস্থাপক। চলতি অর্থবছরে প্রায় ৭ শতাংশ জিডিপি (GDP) বৃদ্ধির পথে রয়েছে ভারত। যদিও কেন্দ্রীয় ব্যাংকের তরফে এও বলা হয়েছে, বিশ্বব্যাপী বিভিন্ন আর্থিক অবস্থার প্রতি তারা সংবেদনশীল।

ভারতের অর্থনীতি নিয়ে ইতিবাচক আরবিআই

বিশ্বব্যাপী আর্থিক অবস্থা যে খুব কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছে তা সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল। আরবিআই রিপোর্টে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬.১ শতাংশ থেকে ৬.৩ শতাংশের মধ্যে জিডিপি বৃদ্ধি পাবে। যা ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ভারতে জিডিপি বৃদ্ধির হার প্রায় ৭ শতাংশে নিয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, খরিফ বিপণন মরসুমে চাল সংগ্রহের পরিমাণ গত বছরের সংগ্রহের চেয়ে বেশি ছিল, তবে গম সংগ্রহের পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে। অপরদিকে গত বছরের তুলনায় রবি বপন বেড়েছে। আরবিআই এর রিপোর্ট অনুযায়ী, উত্তর-পূর্ব মৌসুমি বৃষ্টিপাত এবং জলাধারের জল সঞ্চয়ের মাত্রাও ইতিবাচক।

বৈদেশিক মুদ্রার ভান্ডারেও বৃদ্ধি

শুক্রবারের রিজার্ভ ব্যাংকের সাপ্তাহিক পরিসংখ্যান বলছে, নভেম্বর ১১ তারিখ থেকে এক সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (Foreign Reserve) বেড়ে ৫৪৪.৭২ বিলিয়ন ডলার হয়েছে। যা গত এক বছরের বেশি সময়ে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

নভেম্বর ৪ তারিখে ভারতের বৈদেশিক মুদ্রা ছিল ৫২৯.৯৯ বিলিয়ন ডলার। যদিও এই বৃদ্ধি চলতি বছরের শুরুতে যে রিজার্ভ ছিল (প্রায় ৬৩০ বিলিয়ন) তার তুলনায় যথেষ্ট নয়। তবে উল্লেখ্য বিষয় হল, ভারতীয় মুদ্রার (Indian Rupee) পতন রোধ করতে এই রিজার্ভের কিছুটা অংশ বিক্রি করে আরবিআই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version