Indian Government: মোদী সরকারের উপর ভারতীয়দের অগাধ ভরসা, ২১ দেশের থেকে এগিয়ে ভারত!

।। প্রথম কলকাতা ।।

Indian Government: বিশ্বের কোন দেশের সরকারের উপর জনগণের সবথেকে বেশি আস্থা রয়েছে, এই নিয়ে একটি গবেষণা চলে। তারপর রিপোর্টে আসে চাঞ্চল্যকর তথ্য। শীর্ষে রয়েছে ভারত অর্থাৎ ভারতবাসী নিজের দেশের সরকারের প্রতি অগাধ ভরসা রেখেছে। এমনটাই বলছে সমীক্ষা। বাজার গবেষণা সংস্থা (Market Research Firm) ইপসোস গ্লোবাল ট্রাস্ট মনিটর (Ipsos Global Trust Monitor) দ্বারা পরিচালিত সাম্প্রতিক সমীক্ষা (Survey) অনুসারে, ভারত তার সরকারের সবচেয়ে বিশ্বস্ত দেশ।

‘হিন্দুস্থান'( হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ২১টি শীর্ষ দেশে বাজার গবেষণা সংস্থা ইপসোস গ্লোবাল ট্রাস্ট মনিটর দ্বারা পরিচালিত সমীক্ষা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। জরিপের উদ্দেশ্য ছিল, এই ২১টি দেশের জনগণ তাদের সরকারের ওপর কতটা আস্থা রাখে তা জানা। এতে ভারতের জনগণ তাদের সরকারের প্রতি সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছে। অর্থাৎ সমীক্ষা অনুযায়ী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত সরকার।

ফার্মটি কানাডা, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ২১টি দেশের মানুষের সাথে কথা বলেছে। বেশিরভাগ দেশে ১৬ থেকে ৭৪ বছর বয়সী ব্যক্তিদের তাদের সরকার সম্পর্কে তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। কানাডা, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮-৭৪ বছর বয়সী ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয়। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই জরিপ শেষ হয়।

বেশিরভাগ শহুরে মানুষ এই জরিপে অংশ নেন। ৫২% মানুষ ভারত সরকারের উপর আস্থা প্রকাশ করেছে। একই সময়ে, এটি আইটি কোম্পানি (৫৭%), শক্তি (৫৭%), এবং ব্যাংকিং পরিষেবা (৫৭%) সহ সবচেয়ে বিশ্বস্ত খাত হিসাবে আবির্ভূত হয়েছে। পাশাপাশি জরিপে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া, কোম্পানি, তেল ও গ্যাস কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থার অভাব।

ইপসোস ইন্ডিয়ার সিইও অমিত আদারকারের কথা অনুযায়ী, আইটি কোম্পানিগুলো ইন্টারনেটে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। এর পরে রয়েছে জ্বালানি, ব্যাংকিং, খুচরা, আর্থিক খাত, ওষুধ, প্যাকেজড পণ্য, তেল ও গ্যাস কোম্পানি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version